বারবারোস হায়রেদ্দিন ভলিউম ১২ বাংলা সাবটাইটেল
বারবারোস হায়রেদ্দিন সিরিজ প্রিভিউঃ-
শাহবাজ যখন দেখতে পায় গ্যাব্রিয়েল ওরুজকে হত্যা করতে ব্যর্থ হয়েছে,তখন সে পালিয়ে যায়। জাহাজের চিকিৎসক গ্যাব্রিয়েল এর হাত থেকে তীর খুলে ফেলে কিন্তু জানায় তার অবস্থা আশঙ্কাজনক। যখন ওরুজ আসে তখন পাশা জানায়,সে শ্রীগ্রই লেভিথা দ্বীপে আক্রমণ করবে এবং ইলিয়াসকে বন্দর ছাড়তে না বলে। হিজির শহরে এসে চিকিৎসকের খোজ করতে থাকে।ইলিয়াস অরুজের অবস্থা জানতে কিন্তু পিরি রেইস তাকে নিষেধ করে।
মারিয়ম ওরুজের বাহু পরিক্ষা করে এবং জানার চেষ্টা করে কি ধরনের বিষ রয়েছে।পিরি একটি মানচিত্র দেখায় এবং মারিয়মকে সেখান থেকে প্রতিষেধক আনতে বলে। হিজির চিকিৎসককে, প্রতিষেধক প্রস্তুতি পর্যন্ত অপেক্ষা করতে বলে।মারিয়ম ইসাবেলের সাথে জঙ্গলে যায় এবং প্রতিষেধক খুঁজতে থাকে।হিজির যখন শাহবাজের সাথে দেখা করে তখন সে ইলিয়াসকে দেখতে পায় এবং অরুজের এই অবস্থার জন্য তাকে দায়ী করে।ইলিয়াস জানায় সে দোষী না বরং সে তার পরিবারকে বাঁচানোর জন্য এসব করেছে।
আহত হওয়া সত্ত্বেও, মারিয়াম অরুজের জন্য প্রতিষেধক প্রস্তুত করা শুরু করে। শাহবাজ পাশাকে জানায়, হিজির কি করেছে এবং এর জন্য তাকে দায়ী বানায়। হিজির মারিয়মের প্রস্তুত করা প্রতিষেধক অরুকে প্রয়োগ করে এবং অপেক্ষা করতে থাকে। আন্থুয়ান অরুজের জন্য দুঃখ অনুভব করে কিন্তু দরবেশ তাকে শান্ত করে। অরুজ শীগ্রই সুস্থ হয়ে ওঠে এবং মাল্লাদের অবস্থা জানতে চায়। অরুজ যখন বিছানা থেকে ওঠে,তখন সে বুঝতে পারে তার এক হাত অবশ হয়ে আছে এবং কাজ করতে পারছো না। খিজির জানায়,এটা ভালো হতে কিছু সময় লাগবে।ওরুজ ইলিয়াসকে দূর্গ থেকে বিতাড়িত করে।
আর্চেরন শাহবাজের সাথে পুনরায় কথা বলে এবং বলে সে সকল জাহাজ পুড়িয়ে দিবে। আর্চেরন অল্পসময়ের মধ্যে আক্রমণ করে এবং যোদ্ধাদের হত্যা করে। খিজির এই আক্রমণের কথা জানতে পারে এবং খুব তাড়াতাড়ি ঘাটে যায়।শাহবাজ সরাইখানায় বসে রাজস্ব আদায় করতে থাকে।অরুজ সেখানে আক্রমণ করে এবং বলে সে জানে শাহবাজ একজন বিশ্বাসঘাতক। যখন পাশা শাহবাজের জাহাজে যা ঘটেছে তার জন্য অরুজের সাথে রেগে যায়, তখন হিজির জানায় তিনটি জাহাজ ভালো আছে।
অরুজ পিয়েরো এর প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জানায় সে লেভিথা দ্বীপ ফিরিয়ে নিবে। হিজির গ্রিক আগুন প্রস্তুত করে, লেভিথাতে থাকা বৃহৎ শত্রুকে ধ্বংস করতে। অরুজ জানায় গ্রিক আগুন প্রস্তুত এবং হিজিরকে আক্রমণের পরিকল্পনা বাস্তবায়ন করতে বলে। মারিয়ম হিজিরের সাথে যুদ্ধে যেতে চায় এবং তার সাথে জাহাজে ওঠে।পাবলো জানতে পারে অনেকগুলো তুর্কি জাহাজ আসছে।পাশা জানতে পারে অরুজ দূর্গের মধ্যে ধ্বংস চালিয়েছে,তখন সে জানায় এর জন্য অরুজকে অনুশোচনা করতে হবে। অরুজ জানায় দূর্গ তার এবং পাশার সাথে তর্কে জড়ায়।
গ্যাব্রিয়েল যুদ্ধের ময়দানে যায় এবং জানায় অরুজ কখনোই যুদ্ধে জিততে পারবে না।অরুজ বলে, কেউ গ্যাব্রিয়েলকে বাঁচাতে আসবে না। যখন অরুজ গ্যাব্রিয়েল এর সাথে যুদ্ধে জড়ায় তখন আর্চিয়ানরা হিজিরকে আক্রমণ করে।যখন অরুজ গ্যাব্রিয়েলকে মারতে যাবে,ঠিক তখন দগি সেখানে আসে এবং তাকে থামতে বলে।পরবর্তীতে হামজা আসে এবং অরুজে বলে গ্যাব্রিয়েলকে ছেড়ে দিতে।ওরুজ দগির কাছ থেকে দ্বীপের নিয়ন্ত্রণ নেয়।
অরুজ ডন দিয়েগোকে বন্দরে থামায় এবং তাকে আত্মসমর্পণ করতে বলে।ডন দিয়েগো জানায় সে কখনো তুর্কীদের কাছে বন্ধী হবে না।তখন সে আক্রমণ চালায়। বন্দরে একটি বড় যুদ্ধ হয়।পেদ্রো দেখতে পায় সেনারা মারিয়মের সাথে অন্য জায়গায় কথা বলছে।তখন সে তাদেরকে অনুসরণ করতে শুরু করে।অরুজ, হিজিরকে নির্দেশ দেয় মহিলাদেরকে রক্ষা করতে এবং সে বন্দরে যুদ্ধ চালিয়ে যেতে থাকে।
হিজির জানতে জানতে পারে পেদ্রো মারিয়মকে অপহরণ করেছে, তখন সে তাকে রক্ষা করতে বেরিয়ে পড়ে।ডন দিয়েগো জানায়,ডে জানে কোথায় পেদ্রো মারিয়মের সাথে কথা বলছে এবং সে তার ভাইকে বাঁচাতে বেরিয়ে পড়ে।পেদ্রো মারিয়মকে গুহার মধ্যে নিতে চেষ্টা করে।এসমা জানায় সে ইয়াবেলকে সাহায্য করতে চায় কিন্তু বনিকরা জানায়,তারা তাদের আলজেরিয়ায় নিয়ে গিয়েছে। বন্দরে যুদ্ধ শেষে অরুজ মারিয়মকে খুজতে থাকে।ইসাবেল পেদ্রোকে পর্বতমালার পথে থামায়।
সেলিম জানায়,যতদ্রুত সম্ভব সে অরুজকে আলজেরিয়া থেকে পাঠানে।চিকিৎসক জানায় সে পেদ্রোর ক্ষতের চিকিৎসা করবে এবং তাকে চিন্তা না করে শান্ত হতে বলে।সেলিম ওরুজকে থামায় এবং বন্দীদের তাকে ফিরিয়ে দিতে বলে। ওরুজ সেলিমকে জানায় মহিলারা গুরুতর আহত এবং তাকে বেরিয়ে যেতে বলে।পিরি'র বলার পর,সেলিম বাড়িতে ফিরি যাশ।এসমা এবং হুমা হাতুন দুঃখ পায় মহিলাদের সাহায্য করতে না পাড়ায়।ওরুজ এবং হিজির শেষবারের মতো মহিলাদের সাথে কথা বলতে যায়।হুমা এবং এসমা মহিলাদের সাথে ঘটে যাওয়া ঘটনায় উদ্বিগ্ন হয়।কিছু বনিকরা ডন দিয়েগোকে পুনরায় আক্রমণ করতে চায় কিন্তু পিরি তাদের শান্ত হতে বলে।
দরবেশ জাহাজের সাথে আলজেরিয়ায় আসে এবং জানতে পারে মহিলারা গুরুতর অসুস্থ। মারিয়ম তার চোখ খুলে এবং দরবেশ বাবার সাথে কথা বলে এবং হিজিরকে তার কাছে দেখতে চায়।দরবেশ এবং হিজির কাঁদতে শুরু করে। কেমাল জানায় যতদ্রুত সম্ভব সে অরুজকে সাহায্য করবে।এজন্য সে প্রস্ততি নিতে শুরু করে।সেলিম জানতে পারে মহিলারা মারা গেছে,তখন সে আবারও ওরুজের বাড়িতে যায় বন্দীদের ফিরিয়ে আনার জন্য। ওরুজ জানায়,মারিয়ম ও ইসাবেলকে কেলেমেজ এ দাপন করবে।ওরু জানায় সে বন্দীদের দিবে না এবং তার সাথে তর্কাতর্কি শুরু করে।
বারবারোস হায়রেদ্দিন ভলিউম ১২ বাংলা সাবটাইটেল।
Labels: Barbaros Hyreddin
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home