রোজার নিয়ত ও ইফতারের দোয়া
রমযান ইসলামিক ধর্মের একটি পবিত্র মাস। এই মাসে মুসলমানরা রোজা রাখে যা সকাল সূর্যোদয় থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত চলে। রমযান মাসে রোজাদারদের খাদ্য-পানীয় এবং সেহরী-ইফতার সময় সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়া হয়। রমযান মাসে কুরআন শরীফ নাজিল হয়া শুরু হয় এবং আল্লাহর রহমত এবং করুণার সন্দেশ মানুষদের জীবনে নিত্যদিন অনুসরণ করা হয়।
রোজার নিয়ত করার জন্য একটি উদ্দেশ্য হলো রোজা রাখার পূর্বে স্বামী বা স্ত্রী মাথা টানতে বা কেউ আপত্তি করতে না পারে। নিয়ত হলো একটি ভাবনা যা মানুষ নিজের মনে করে এবং এর মাধ্যমে একটি কাজ করে। রোজার নিয়ত হলো একটি সুলভ এবং সহজ ধারণা যা নিম্নলিখিত সংক্ষেপে বলা যায়:
"নির্ণয় করছি আমি ঈমান এবং সমস্ত কার্যকলাপ হালাল মাধ্যমে করে আল্লাহর রাখবার জন্য সকল রোজার উপর নিয়ত করি।"
এই নিয়ত পালন করার মাধ্যমে রোজাদার আল্লাহর রাখায় বিশ্বাস করে এবং পূর্ণ অনুষ্ঠানের সময় সমস্ত অন্যান্য কাজ থেকে মুক্তি পেয়ে পরিষ্কার মনে প্রস্তুত হন।
ইফতারের দোয়া হলো একটি পবিত্র দোয়া যা রোজাদার মুসলিমরা রোজা খান বা ব্রেক করার সময় পড়ে। নিচে একটি সর্বসাধারণ ইফতারের দোয়া দেওয়া হলো:
আল্লাহুম্মা লক্কা সুমতা ওয়ালা ইফতারা বিহালাল বিকোয়া ওয়াসুমনা ওয়াবারক লানা ফীহি।
এর মানে হলো: "হে আল্লাহ, আমাদের জন্য আশি কর। আমরা এখন হালালে ইফতার করছি এবং তোমার বরকত আমাদের উপর দান কর।"
এটি সমস্ত ইফতারের সময় পড়া যাবে। রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার খাদ্য খাওয়ার সময় খাদ্যের আগে এবং পরে এই দোয়া পড়া উচিত হবে।
রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারে বর্ণিত একটি মাস। এই মাসটি সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাসের একটি। ইসলামিক ক্যালেন্ডারে, রমজান মাস আষাঢ় মাসের শেষে এবং শাওয়াল মাসের শুরুতে পড়ে।
রমজান মাস মুসলিমদের জন্য খুব পবিত্র এবং মুসলিম সমাজে একটি মূল্যবান মাস। রমজান মাসের প্রত্যেকটি দিনে মুসলিমরা সারাদিন খাদ্য এবং পানীয় বিরত রেখে রোজা রেখে আল্লাহর পক্ষে প্রার্থনা করে থাকেন। রমজান মাসে রোজা রাখা হলে মুসলিমরা সকালের আগে একটি খাদ্য প্রণালী অনুসরণ করে যা সেহরি বলা হয়। রোজাদাররা সেহরির পর সূর্যাস্তের পর ইফতার করে।
রমজান মাসের ইতিহাস পুরাতন ইসলামিক আখ্যান এবং কোরআন এর আয়াত অনুযায়ী সম্পর্কিত।
রোজা রাখার নিয়ত (আরবী):
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
বাংলা উচ্চারণঃ- নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।
বাংলা অর্থ- হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে তা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজার বাংলা নিয়ত-
হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফের ফরজ রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।
ইফতারের দোয়া(আরবী) :
اللهم لك صمت و على رزقك افطرتاللهم لك صمت و على رزقك افطرت
বাংলা উচ্চারণ- আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।
অর্থ- হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
ইফতারের দোয়া(বাংলা)
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর "বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহ" বলে ইফতার করা।
Labels: ইফতারের দোয়া, ইসলাম, রমজান, রমজানের নিয়ত
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home