Alparslan Buyuk Selcuklu Episode 46 Bangla Subtittle

যুদ্ধ শেষ লিয়ন পালিয়ে যায়।তারপর সে বনে যায় এবং সেখানে থাকা গুলতি দিয়ে সুরমারীতে গোলা ছুড়ে।আল্পআর্সলান এরবাস্কানকে হস্তান্তর করে এবং গেহভেরকে তার কাছে হস্তান্তর করতে বলে।এরবাস্কান গেহবেরকে তার সাথে যেতে বলে।গেহভের হাতুন তার সাথে সুরমারীর মধ্যে চলে যায়। সুরমারীর দরজা আটকে দেয়।এমন সময় লিয়ন গোলা ছুড়ে।সবাই আতঙ্কিত হয়ে যায়।আহতদের চিকিৎসা করা হয়।এরবাস্কান গেহভেরকে খুজতে থাকে। আল্পআর্সলান গেহভের এর অবস্থা জানতে চায়।
আল্পআর্সলান সিজন ২ ভলিউম ৪৬ বাংলা
আল্পআর্সলান বুঝতে পারে লিয়ন বনের মধ্যে থেকে আক্রমণ করতেছে।আল্পআর্সলান তার সৈন্যদের নিয়ে সেখানে যায় এবং আক্রমণ করে।তাদেরকে গোলা ছোড়া থেকে বিরত রাখে।যুদ্ধ শেষে লিয়ন পালিয়ে যায়।আল্পআর্সলান তার সৈন্যদের নিয়ে সুরমারীর সামনে আসে এবং গেহভের ক চায়।কিন্তু তারা জানায় গেহভের নিজ ইচ্ছায় এরবাস্কান বে'র সাথে এসেছে।তাই তারা তাকে হস্তান্তর করবে না।আল্পআর্সলান তখন জানায় এর পর থেকে সে তার শত্রু হয়ে আসবে।এরবাস্কান গেহভের এর চিকিৎসা করায়।গেহভের সুস্থ হয়ে ওঠে। এরবাস্কান সেখান থেকে চলে যায় এবং রে শহরে প্রাসাদে যায়।
কুতালমিশ বে জানায়,তার নতুন আর্জি সুলতান এর নিকট জানাবে এবং তাদের থেকে আদায় করবে।আল্পআর্সলান জানায় সে আর কিছুই পাবে না সুলতান এর কাছ থেকে।আল্পআর্সলান সিংহাসন কক্ষে প্রবেশ করে কিন্তু সুলতান তুগরুলকে দেখতে পায় না।তখন হাজে এর কাছে জিজ্ঞেস করে সুলতান এর কি হয়েছে?তখন সে জানায় সুলতান অসুস্থ হয়ে পড়েছে।তখন আল্পআর্সলান সুলতানকে দেখতে চায় কিন্তু হাজি জানায় সুলতান কথা বলার অবস্থায় নেই।তখন সে কুতালমিশ এর কথা বলতে চায়।কুতালমিশ বে তখন সেখানে যায় এবং আল্পআর্সলান এর কাছে জানতে চায় কি বলতে চাচ্ছে সে।কুতালমিশ বে জানায় সে আল্পআর্সলান এর কাছ থেকে সবকিছু কথা কেড়ে নিবে।
আল্পআর্সলান বুয়ুক সেলজুকলু ভলিউম ৪৬ বাংলা সাবটাইটেল
যখন তারা সেখানে কথা বলছিলো প্রধান উজির সেখানে আসে এবং বলে,সে সিংহাসনটি সেখানে খালি পড়ে আছে সেটি আসলে খালি নয়।তখন সে নায়েবে সুলতান সুলেমানকে ডাকে এবং সেখানে নায়েব সুলতান সুলেমান আছে।প্রধান উজির জানায়,সুলতান তুগরুল এর অনুপস্থিততে সুলতান সুলেমান রাজকীয় কাজ দেখাশোনা করবে।তখন আল্পআর্সলান ও কুতালমিশ বে অবাক হয়ে যায়।তারপর কুতালমিশ বে সুলেমান এর কাছে খোরাসান চায়।এবং জানতে তার বিশাল বাহিনী তার সাথে যোগ দেওয়ার জন্য আসছে। আল্পআর্সলান তার কথার বিরোধিতা করে এবং সুলেমানকে এই কাজ করতে না বলে।প্রধান উজির তখন তাকে থামায়। সুলেমান জানায় সে তার কথার সিদ্ধান্ত জানাবে।আল্পআর্সলান তখন সেখান থেকে বেড়িয়ে যায়।সুলেমান তাকে প্রাসাদে থাকতে বলে।
সুলেমান প্রধান উজিরের সাথে কথা বলে এবং সিদ্ধান্ত নেয়, খোরাসান কুতালমিশ বে'ক দিবে।পরবর্তী দিন সভা শুরু হয় এবং সুলেমান কুতালমিশ বে'কে খোরাসান দিয়ে দেয়।তখন আল্পআর্সলান এর ঘোর বিরোধীতা করে এবং হাবায় সে তার সুলতান নয় এবং সে তার কোনো নির্দেশ মানবে না। এবং তার বাবার সিংহাসন তার থাকবে।তখন আল্পআর্সলান সেখান থেকে বেড়িয়ে যায়।কুতালমিশ বে'ও সেখান থেকে বেড়িয়ে যায়। উজির মনে করে আল্পআর্সলান এর বিরোধী করতে পারবে এজন্য সে খোরাসানে তাদের লোক পাঠায় খআর সংগ্রহের জন্য।
Alparslan Buyuk Selcuklu Season 2 Episode 46
লিয়ন টেকফুর গ্রেগরকে দিয়ে তার পিঠে চাবুক চালায়।সে তুর্কিদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে চায়।লিয়ন তার নতুন পরিকল্পনা জানায় এবং ভাসপুরাকান দখল করতে চায়।টেকফুর তার মেয়ে ফ্লোরাকে সুলেমান এর সাথে বিয়ে করতে রাজি করায় এবং তাদের কাছ থেকে আলেকজান্ডার হত্যার প্রতিশোধ নিতে চায়।এবং সে ফ্লোরাকে নিয়ে প্রাসাদে যায় এবং জানায় ফ্লোরাকে তার সাথে বিয়ে দিতে চায়। তখন সুলেমনা এতে রাজি হয়। তখন টেকপুর গ্রেগর সেখানে শর্ত জানায় এবং বিনিময় সে সুরমারী চায়।তখন সুলমান জানায় এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।সুলেমান উজির এর সাথে কথা বলে এবং সে সুরমারী দিতে সম্মত হয়।উজির ইতস্তত করলে সে জানায়, কুলতালমিশ বে'কে খোরাসান দিয়েছে সে এটা ছাড়তে রাজি হবে।তখন সে আর কিছু বলে না।
এরবাস্কান সুরমারীতে, ইনাল বে'র কোষাগার থেকে পাওয়া সোনা নিয়ে, প্যাকেট করে সবার মাঝে বিতরণ করার জন্য। রসুল তেগিন সেখানে আসে এবং তার সাথে ঝগড়া করে এবং জানায় তাদের কাছে তার কোনো মুল্য নেই।তাদের দুজনের মধ্যে লড়াই হয়।এরবাস্কান গেহভের এর কাছে যায় এবং জানায় কুতালমিশ বে শুধুমাত্র স্বর্নের জন্য তাদের সাথে মিলেছে।তখন তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।তার পালিয়ে যেতে থাকে।রসুল তেগিন তাদের সামনে পড়ে এবং তাদেরকে কক্ষে যেতে বলে এবং কয়েকজন আল্পকে কক্ষ পাহাড়া দিতে বলে।এরবাস্কান ও গেহভের তখন হঠাৎ আক্রমণ করে এবং পালিয়ে যায় সুরমারী থেকে। জ্ঞান ফিরার পর রসুল তেতিন আল্পদের নিয়ে এরবাস্কানকে খুজতে বের হয়।
Watch Alparslan Buyuk Selcuklu Episode 46
লিয়ন তার বাহিনীকে একত্রিত করে এবং ভাসপুরাকান দখল করতে চায় এবং জানায় ভাসপুরাকান এ তাদের লোক আছে।এবং তাদেরকে ভাসপুরাকান এর ভিতরে প্রবেশ করতে চেষ্টা চালায়।তখন তারা শুনতে পায় কেউ ডাকাডাকি করছে।তখন লিয়ন এরবাস্কান ও গেহভের কে ধরে ফেলে।রসুল তেগিন সেখানে যায় এবং যুদ্ধ বাঁধে। গেহভের পালিয়ে যেতে চায় কিন্তু ধরা পড়ে।এরবাস্কানকে আটক করে এবং তাকে বাচানোর বিনিময়ে ভাসপুরাকান এ লিয়নের সৈন্যদের প্রবেশ করতে বলায়।গেহভের তার কথামতো তাদেরকে ভাসপুরাকান এ প্রবেশ করায়। সেফেরিয়ে হাতুন জানতে পারে,অমুসলিমরা বিনা কারনে সমস্যা তৈরী করছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করছে।তখন সেফেরিয়ে হাতুন সেখানে যায় এবং দেখতে পায় জড়ো হয়ে কয়েকজন অমুসলিম তাদের বিরুদ্ধে তরবারি তোলার চেষ্টা করছে।সেখান সেখানে একজন তাকে আক্রমণ করতে চাইলে সেফেরিয়ে তাকে হত্যা করে এবং সাবধান হতে বলে।সেফেরিয়ে চলে গেলে তারা আবার একত্রিত হয় এবং বিদ্রোহের জন্য একত্রিত হয়।
আল্পআর্সলান ভলিউম ৪৬ বাংলা সাবটাইটেল
Labels: Alparslan Buyuk Selcuklu, আল্পআর্সলান বুয়ুক সেলজুকলু, আল্পআর্সলান ভলিউম ৪৬
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home