Sunday, January 1, 2023

Alparslan Buyuk Selcuklu Episode 40 Bangla Subtittle

alparslan-episode-40

 আল্পআর্সলান মনে করে বাসাসিরি মারা গেছে কিন্তু সে মারা যায়নি।যখন আল্পআর্সলান দরজা আটকে দিয়ে বাহিরে বের হয়ে যায়,তখন আমির বাসাসিরি সিড়ি বেয়ে দূর্গের উপরে উঠে যায়।বাসাসিরি একজন নাগরিককে দেখতে পায়,যে ভয়ে কাঁপছিলো।যখন বাসাসিরি উপরে উঠে,তখন বিস্ফোরণ হয়।বাসাসিরি তখন তাকে হত্যা করে কক্ষের মধ্যে ফেলে দেয়, তারপর তাকে একটি বস্তুার মধ্যে রেখে দেয়।আল্পআর্সলান এর সৈন্যরা সেখানে গিয়ে লাশ বের করে আনে।পরে বাসাসিরির লাশ এর জন্য একজন আল্প পাঠায়।বাসাসিরি আগের লাশকে সড়িয়ে, সে বস্তায় ডুকে পড়ে।সেই আল্প লাশ মনে করে তাকে বাহিরে নিয়ে আসে এবং গাড়িতে রাখে।বাসাসিরি ভ্যানে করে দূর্গ থেকে পালিয়ে যায়।এর আগে আল্পাগুত টেকফুরকে স্বাগতম জানানোর জন্য তার ছেলে আলেকজান্ডারকে হাত পা বেঁধে সামনে দ্বার করিয়ে রাখে।যখন টেকফুর সেখানে উপস্থিত হয় এ দৃশ্য দেখতে পায়।

আল্পআর্সলান সিজন ২ ভলিউম ৪০ বাংলা সাবটাইটেল 

আল্পআর্সলান তার সম্মুখে হাজির হয়।আল্পআর্সলান একটি চুক্তিনামা প্রস্তুত করে এবং তাঁকে সুরমারী দিতে বলে।কিন্তু টেকফুর তাতে স্বাক্ষর করতে রাজি হয় না।তখন আলেকজান্ডার এর শরীরে তীর ছুড়ে কিন্তু তবুও সে রাজি হয় না।তখন টেকফুর জানায় যুদ্ধ ছাড়া সে সুরমারী নিতে পারবে না।তখন সেখানে যুদ্ধ হয় এবং টেকফুর পরাজিত হয়।তখন সে চুক্তিনামাতে স্বাক্ষর করে এবং চলে যায়। সুলতান এর কাছে খবর পাঠানো হয়,আল্পআর্সলান সুরমারী জয় করেছে এবং বাসাসিরিকে হত্যা করেছে।জালাল আল্প সুলতান এর সামনে হাজির হয় এবং সে শুনতে পারে বাসাসিরিকে হত্যা করা হয়েছে।তখন সে কল্পনায় সুলতানকে আঘাত করে।সুলতান তাকে দায়িত্ব দেয়, তার স্ত্রীকে রক্ষা করার জন্য। জালাল আল্প তার দায়িত্ব মেনে নেয়।তারপর জালাল আল্প বেরিয়ে পড়ে এবং বাসাসিরিকে খোঁজের জন্য সুরমারীর কাছে যায়।আর্সলান বাসাসিরি সেখানে উপস্থিত হয়।

আল্পআর্সলান বুয়ুক সেলজুক সিজন ২ ভলিউম ৪০

আল্পআর্সলান জায়গা পর্যবেক্ষণ করার পর,মার্ভ বসতিতে যায় এবং ইনাল বে'কে ডাকে।ইনাল বে উপস্থিত হয়।ইনাল বের সাথে আল্পআর্সলান এর হাতাহাতি হয়।আল্পআর্সলান ইনাল বে'কে বাসাসিরিকে সহায়তার করেছে বলে জানায় কিন্তু ইনাল বে অস্বীকার করে।সুলতান তুগরুল সেখানে উপস্থিত হয়।সুলতান তুগরুল এর সামনে ইনাল বে ও আল্পআর্সলান উপস্থিত হয়।আল্পআর্সলান ইনাল বে'কে বিরুদ্ধে বাসাসিরিকে সাহায্য করার অভিযোগ তোলে। ইনাল বে সব অভিযোগ অস্বীকার করে।তুলতান তুগরুল মনে করে টেকফুর তাের মধ্যে বিভ্রান্তি ছড়াতে মিথ্যা বলেছে। তখন সেখানে এক আল্প আসে এবং জানায় আর্সলান ইয়াবকু এর লোকেরা সুলতান এর আমন্ত্রণে এসেছে কিন্তু তারা ইনাল বে'র সাথে আলোচনায় বসতে চায়। আল্পআর্সলান এর প্রতিবাদ জানায়।সে মনে করে ইনাল বে গোপনে কিছু করতে চাচ্ছে এবং এটা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। কিন্তু সবদিক বিবেচনা করে,সুলতান তুগরুল ইনাল বে'কে নির্দেশ দেয়।কিন্তু আল্পআর্সলান চায়,সেও ইনাল বের সাথে যাবে কিন্তু সুলতান তুগরুল তাকে না বলে দেয়।

আল্পআর্সলান বুয়ুক সেলজুক সিজন ২

সভা শেষে আল্পআর্সলান তার আল্পদের সাথে দেখা করে এবং জানায় সে গোপনে সভায় যোগ দিবে।জালাল আল্প, আল্পআর্সলানকে অনুসরণ করে এবং সে কি কথা বলছে,তা শুনতে পায়।তারপর সে গোপনে ইনাল বে'র কক্ষে যায়।ইনাল বে রেগে যায় অনুমতি ছাড়া কক্ষে প্রবেশ করায়।তখন সে জানায় গুরুত্বপূর্ণ কিছু বলার আছে।তারপর সে বলে আল্পআর্সলান গোপনে সভায় যাবে এবং আরো জানায় বাসাসিরি মারা যায়নি।সুলতান ইনাল বে'কে ডাক দেয়।ইনাল বে জালাল আল্পকে তার তাবু থেকে পিছন দিয়ে বের করে দেয়। সুলতান তুগরুল জানায়, তার সাথে সুলতান তুগরুল এর স্ত্রী যাবে।তখন ইনাল বে কিছু ঘটেছে কিনা জানতে চায়।ইনাল বে তখন তার কথায় সম্মতি নেয়।জালাল আল্প ইনাল বে'কে বাসাসিরির নিকট নিয়ে যায় এবং তার সাথে দেখা করায়।বাসাসিরি ও ইনাল বে নতুন পরিকল্পনা করে।তারা আল্পআর্সলান এর জন্য, বৈঠক স্থলে আক্রমণ করতে বলে,যাতে সব দোষ আল্পআর্সলান এর উপর পরে।

আল্পআর্সলান বাংলা সাবটাইটেল সিজন ২ ভলিউম ৪০


ইয়াবকুর লোকেদের সাথে ইনাল বের সভা অনুষ্ঠিত হয়। ইনাল বের কথায় সুলতান তুগরুল এর স্ত্রী অবাক হয়।ইনাল বে তাদেরকে ভাসপুরাকানে বসতি স্থাপন করতে বলে।আল্পআর্সলান সেখানে উপস্থিত হয়। আল্পআর্সলান এর সাথে তর্কাতর্কি হয়।ইনাল বের কথার সাথে সে দ্বিমত পোষণ করে এবং সুলতান তুগরুল এর নির্দেশিত স্থান এর কথা বলে। বাসাসিরির লোকেরা গোপন বৈঠক এর স্থলে যায়। আল্পআর্সলান এর আল্পরা বাহিরে অবস্থান করে।বাসাসিরির লোকেরা সেখানে আক্রমণ করে।তারা আল্পআর্সলানকে পেতে চায়।ইনাল বে পরিকল্পনামাফিল তাদের উপর তলোয়ার তোলে।সেখানে লড়াই শুরু হয় এবং আর্সলান ইয়াবকুর বে'দের রক্তপাত হয়।এ রক্তপাতের জন্য ইনাল বে আল্পআর্সলানকে দায়ী করে এবং সুলতান তুগরুল এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করতে যায়। আল্পআর্সলান বাসাসিরির লোকেদের পিছনে যায়।আল্পআর্সলান তার আল্পদের তাদের পিছনে রেখে সে সুলতান তুগরুল এর নিকটে যায়।

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home