Monday, January 16, 2023

Alparslan Buyuk Selcuklu Episode 42 Bangla Subtittle

20230116-030840

 ইনাল বে কারাগার থেকে আর্সলান বাসাসিরির সাথে পালিয়ে যায়।আর্সলান বাসাসিরি টেকফুর এর কাছে যায় এবং তাদের পরিকল্পনা করে। চাগরী বে অসুস্থ অবস্থায় রে শহরে আসে। ইনাল বে তার সৈন্য সংগ্রহ করতে থাকে সিংহাসন দখল করার জন্য।  টেকফুর গ্রেগর জানতে পারে তার মেয়ে যেখানে পাঠিয়েছে সেখানে নেই।তখন সে বুঝতে পারে,সে হয়তো সুলেমান বে এর কাছে আসে। টেকফুর এর মেয়ে আত্মহত্যা করতে যায়।তার সহকারী সুলেমান বে'র কাছে আসে এবং জানায় কি ঘটেছে।সুলেমান বে তখন সেখানে যায় এবং দেখতো পায় ফ্লোরা আত্মহত্যা করার জন্য দায়িয়ে আছে।সুলেমান তবে তাকে থামতে বলে কিন্তু সে থামে না।সে জানায় সেখানে তার সাথে তার ভালোবাসার মানুষ নেই,সেখানে তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।




ফ্লোরা পড়ে যেতে থাকে,শেষমুহুর্তে সুলেমান বে তাকে বাঁচায়। সুলেমান বে তার কক্ষে নিয়ে যায় এবং তার জন্য একটি কক্ষ প্রস্তুত করে।টেকফুর গ্রেগর সুরমারীতে আসে এবং ফ্লোরাকে চায় কিন্তু সুলেমান বে জানায়,সে তাকে পাবে না।ফ্লোরা তুর্কিদের পোশাক পড়ে সেখানে আসে এবং জানায় সে তার সাথে যাবে না।পরে,টেকফুর খালি হাতে চলে যায়। আসন্ন যুদ্ধকে প্রতিহত করার জন্য, সুলতান সবাইকে রাজদরবারে ডাকে। সুলেমান নেও সেখানে যায়।যখন তারা ইনাল বে'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছিলো,তখন প্রহরী এসে খবর দেয় আনির টেকফুর গ্রেগর আসছে।টেকফুর সেখানে আসে এবং সে চার মেয়েকে চায় এবং জানায় তুর্কিরা তার কাছ থেকে আর কিছু পাবে না।তখন সুলতান জানায়,সে সব ভূমি জয় করবে কিন্তু তার মেয়েকে দিয়ে দিবে।তখন টেকফুর গ্রেগর চলে যায়।





সুলেমান বে সুলতান এর কথায় দ্বিমত পোষণ করতে চায় কিন্তু সুলতাব তার কথায় কর্নপাত করে না।তখন আল্পআর্সলানকে সুলতান দায়িত্ব দেয়।সে তাকে তুর্কমেন বিভিন্ন বে'দের কাছে পাঠায়।সুলেমান নে সুরমারীতে ফিরে আসে সুলেমান বে ফ্লোরাকে পাঠানো নিয়ে দ্বিধাবোধ করে এবং  বে'র সাথে কথা বলে।তখন বে জানায় এটা সুলতান এর আদেশ কিন্তু ফ্লোরা যেতে চাচ্ছে না,কিভাবে সে যাবে।ফ্লোরা এসব কথা শুনতে পায়।ফ্লোরা এসব কথা শুনে কষ্ট পায় এবং সেখান থেকে গোপনে চলে যায়।পরে সুলেমান বে জানতে পারে ফ্লোরা দূর্গ থেকে পালিয়ে গেছে।তখন সুলেমান বে বুঝতে পারে কেনো সে এটা করোছে।সুলেমান বে ফ্লোরাকে ছাড়তে চায় না কিন্তু সুলতান তুগরুল এর আদেশও অমান্য করতে পারে না।সে দ্বিধাদ্বন্ধের মধ্যে পরে যায়।আাতুর বে তাকে বোঝায় এবং জানায় এটা সুলতান এর আদেশ। তাকে অবশ্যই পালন করতে হবে। সুলেমান বে তখন কিভাবে ফ্লোরাকে পাঠাবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।





ইনাল বে বিভিন্ন বসতির বে'দের সাথে কথা বলে এবং তাদেরকে জড়ো করে।তারপর তাদের সাথে সিংহাসন দখল নিয়ে কথা বলে।আল্পআর্সলান ইয়াবকু বে'র সাথে দেখা করতে যায় এবং কথা বলে। ইয়াবকু বে জানায় তার অবস্থান এখনো স্পষ্ট নয়। তখন আল্পআর্সলান জানায়,ইনাল বে তার চিরশত্রু আর্সলান বাসাসিরির সাথে কাজ করছে।তখন ইয়াবকু বে রেগে যায় এবং ইনাল বে'র এই কাজের জন্য তাকে জবাবদিহি করতে চায়।ফেরার সময় আল্পআর্সলান তার দুজন আল্পকে গোপনে বনের মধ্যে রেখে যায়,যাতে ইনাল বে আসে কিনা দেখার জন্য। ইনাল বে বৈঠক শেষে ইয়াবকু বে'র সাথে কথা বলতে চায় কিন্তু মনে করে আল্পআর্সলান তার সাথে বাসাসির সম্পর্কের কথা বলেছে নিশ্চিত। ইনাল বে ইয়াবকুর সাথে দেখা করার জন্য বনে যায় এবং তার বারৃতাবাহক পাঠায়।ইয়াবকু ইনাল বের সাথে দেখা জরার জন্য বের হয়।আল্পআর্সলান এর আল্পরা তাদের দেখতে পায় এবং কি ঘটতেছে তা জানার চেষ্টা করে।




চাগরী বে ইনাল বে'র সাথে কথা বলতে চায় কিন্তু তার অসুস্থতার জন্য তাকে যেতে না বলে।চাগরী বে গোপনে প্রাসাদ ছেড়ে চলে যায়। সবাই চাগরী বে'ক খুঁজতে থাকে।তখন সুলতান জানায়,সে বুঝতে পেরেছে চাগরী বে কোথায় যাচ্ছে। চাগরী বে ঘোড়ায় চড়ে ইনাল বের কাছে যায়।ইনাল বে'র সাথে তাবুতে কথা বলে।তখন বাহিরে থাকে বে'রা হৈচৈ শুরু করে।বে'রা মনে করে ভাই ভাই ঠিক হয়ে যাবে মাঝ থেকে তারা বিপদে পরবে।ইনাল বে তখন রেগে যায় এবং জানায় সে তার অবস্থান থেকে নড়বে না। কিন্তু তারপরও তারা ইনাল বে'র কথার বিরুদ্ধে বলে।তখন সেখানে একটি যুদ্ধ হয় এবং বিদ্রোহীদের হত্যা করা হয়।তারপর ইনাল বে জানায় সে তার অবস্থান থেকে নড়বে না এবং রে শহরে সিংহাসন দখল করবে।চাগরী বে সেখান থেকে চলে আসতে থাকে কিন্তু তার রক্তক্ষরণ হতে থাকে।ইনাল বে তাকে তার ক্ষতের চিকিৎসা করতে বলে কিন্তু চাগরী বে তার কথা শুনে না,তারপর সে ফিরে আসতে থাকে।হঠাৎ চাগরী বে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে।




ইনাল বে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়।আর্সলান বাসাসিরির টেকফুর এর কাছে যায় এবং আসন্ন যুদ্ধের ব্যাপারে বলে।টেকফুর এ যুদ্ধে অংশ নিতে চায় কিন্তু সে খ্রিস্টান হওয়ায় ইনাল বে তার কাছ থেকে সাহায্য নিতে নারাজ হয়।তখন তুর্কি পোষাকের ছদ্মবেশে টেকফুর এর সৈন্যদের জড়ো করে।তারপর তাদপরকে নিয়ে আর্সলান বাসাসিরি তার বাহিনী তৈরী করে।ইনাল বে আর্সলান বাসাসিরির সাথে যোগ দেয়। হঠাৎ ইয়াবকু বে জানায় সে তার সাথে নেই।তখন ইনাল বে রেগে যায় এবং তাকে শাস্তি দেওয়ার শপথ করে।তারপর সে তার বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে আসে।আল্পআর্সলান তার বাহিনী নিয়ে সেখানে আসে।আল্পআর্সলান এর বাহিনী অনেক বড় হয়, এটা দেখে ইনাল বে'র সাথে থাকা সৈন্যরা ভয় পায়।ইনাল বে জানায় তার রাগই যথেষ্ট। তখন আল্পআর্সলান ডাক দিলে,ইনাল বে'র সাথে থাকা বাহিনীর একাংশ আল্পআর্সলান এর সাথে চলে আসে।


আল্পআর্সলান ভলিউম ৪২ বাংলা সাবটাইটেল 

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home