Wednesday, December 14, 2022

কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৮

20221214-024637

 সদর দপ্তরে হামলার খবর শুনে ওসমান বে দাড়িয়ে যায় এবং ইসমেহান সুলতান এর সভা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়।ইসমেহান সুলতান তখন ওসমান বে'র উপর রেগে যায় এবং জানতে চায় কার অনুমতি নিয়ে সে সদর দপ্তর তৈরী করেছে।উসমান বে তখন জানায়,সে শুধু আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়।তখন ইসমেহান সুলতান বলে,এই কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে।তখন উসমান বে জানায়,যখন ইচ্ছা, সেখানে ইচ্ছা সে জবাবদিহি করবে। ইসমেহান সুলতান তখন আভজি কে জানায়,সৈন্যদের নিয়ে সদর দপ্তরে যেতে এবং যারা হামলার স্বীকার হয়েছে তাদের সাহায্য করতে।ওসমান বে তখন তাকে নিষেধ করে এবং জানায় কারও সাহায্য তার লাগবে না।

কুরুলুস উসমান সিজন ৪ বাংলা সাবটাইটেল 

ওসমান বে সভা থেকে বেরিয়ে আসে।বাকি বে'দের বিদায় জানাশ ইসমেহান সুলতান।বাকিরা চলে যাওয়ার সময় তুর্গুত বে চলে যেতে চাইলে,ইসমেহান সুলতান তাকে থাকতে বলে।তখন ইসমেহান সুলতান তার সাথে কথা বলে এবং সে কার পক্ষে থাকবে তা জানতে চায়।ওসমান বে সদর দপ্তরে যায় এবং আল্পদের মৃতদেহ দেখতে পায়।তখন সে শোকে কাতর হয়ে যায়।বালা হাতুনকে দেখতে পায়।তাকে জড়িয়ে ধরে।বাকি আল্পদের স্বান্তনা দেয়।তখন ওসমান বে কনুরকে আঘাত করে এবং এর জন্য তাকে দায়ী করে।তারপর তাকে সদর দপ্তর থেকে তাড়িয়ে দেয়।কনুর আল্প সদর দপ্তর থেকে চলে যায়।


ওসমান বে ইনেগুল দূর্গে যায় এবং সদর দপ্তরের ঘটনার জন্য তাকে দায়ী করে।তুর্গুত বে নিজেকে নির্দোষ দাবি করে কিন্তু ওসমান বে জানায় সদর দপ্তরের খবর কেবলমাত্র সে জানত।আর সেই এ ঘটনা প্রকাশ করেছে।এ ঘটনার জন্য তুর্গুত বে'কে ইনেগুল ছেড়ে দিতে বলে।তখন তুর্গত বে জানায়,প্রয়োজনে সে জীবন দিতে পারে কিন্তু মাতৃভূমি দিবে না।তখন ওসমান বে জানায়,প্রয়োজনে জীবন ও দূর্গ দুটোই নিবে।ইয়েনিশেহিরে সুবাসি কে পাওয়া যায় না। আয়েশা হাতুন তাকে খুজতে থাকে কিন্তু ইয়েনিশেহিরের কোথায় তাকে খুজে পাওয়া যায়নি।তখন সে আলচিচেককে দেখতে পায় ইয়েনিশেহিরে। তখন আয়েশা হাতুন চিন্তিত হয়ে পড়ে।

কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৮

আয়েশা হাতুন কয়েকজন আল্প নিয়ে যায় এবং যেখানে আলচিচেক এর সাথে সুবাসীর দেখা করার কথা ছিলো সেখানে যায়।তারপর সেখানে খুঁজতে থাকে। সেখানে একজোড়া কানের দুল পায়।তারপর আরো খোঁজ চালালে আকতেমুর ঘোড়া পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া যায় না।তখন সে ইয়েনিশেহিরে ফিরি আসে।বায়িন্দার সুবাসীকে ওলোফ এর আস্তানায় নিয়ে যায়, তারপর তাকে গাছের সাথে বেধে বেতাঘাত করে কিন্তু আকতেমুর তার মুখ দেখতে চাইলে সে দেখায় না।তারপর আকতেমুরকে ওলোফের লোকদের হাতে ছেড়ে দেয়।তারপর সে ইয়েনিশেহিরে চলে আসে।


ওসমান বে, বে'দের সভায় ডাকে।বে'রা সবাই ইয়েনিশেহিরে আসে।তখন তারা সভাকক্ষে যেতে চায় কিন্তু ওসমান বে উপস্থিত বা হওয়ায় তাদেরকে সভাকক্ষে যেতে নিষেধ করে।তারপর ওসমান বে আসে এবং বে'দের সাথে কথা বলে এবং জানায় যারা সবসময় তারসাথে থাকবে,কেবল তারাই সভায় আসতে পারবে।বাকিদের এক্ষুনি সড়ে দাঁড়াতে হবে।তারপর ওসমান বে তার কক্ষে যায়।ওসনান বের সাথে কয়েকজন বে'রা কক্ষে যায়।দুজন বে প্রথমে না গেলে,তাদের কাছ থেকে তলোয়ার রেখে দেয়। তারপর তাদেরকে ইয়েনিশেহির থেকে বের করে দেয়।


কুরুলুস উসমান বাংলা সাবটাইটেল সিজন ৪

ওসমান বে সভা শুরু করে এবং জানায় সে থেকে যাবে না।সে আবারও সদরদপ্তর প্রস্তুত করবে এবং কুপ্রিহিসার জয় করবে।এজন্য সে সকল বে'দের প্রস্তুতি নিতে বলে। শাহিন বে,ইসমেহান সুলতান এর কথা তুললে ওসমান বে রেগে যায়। তারপর সভা শেষ হয়।তখন আয়েশা হাতুননও মালহুন হাতুন ওসমান বে'র কক্ষে যায় এবং আকতেমুর এর নিখোঁজ হওয়ার খবর জানায়।ওসমান বে তখন, তার কয়েকজন আল্পকে খোঁজার জন্য পাঠায়।তার পুত্র আলাউদ্দিন ও ওরহানকে কারাজাহিসার এ পাঠায়।ওসমান বে নতুন সদর দপ্তরে যায় এবং প্রস্তুতি শুরু করে।ইসমেহান সুলতান ওলোফকে সোগুতে আমন্ত্রণ জানায়।ওলোফ গোপনে সোগুতে যায়।বায়িন্দার তাকে সাহায্য করে।

কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৮ 

ওলোফ ইসমেহান সুলতান এর সাথে দরকষাকষি করে।তুর্গুত বে ইসমেহান সুলতান এর সাথে দেখা করতে আসে।সে এসে জানায়,ওসমান ইনেগুল নিতে চায়।তখন ইসমেহান জানায়,ইনেগুল কেউ নিতে পারবে না।তখন তুর্গুত বে, ইসমেহান সুলতান এর আনুগত্য স্বীকার করে। কনুর আল্প ইসমেহান সুলতান এর কাছে যায়। আভজি ইসমেহান সুলতান এর কাছে কনুর এর কথা জানায়।কনুর জানায় সে ওসমানের আল্প নয়,সে সাবেক সেলজুক কমান্ডার। সে তার দোষ স্বীকার করে এবং তাকে শাস্তি দিতে বলে।তখন ইসমেহান জানায়,তার শাস্তি মৃত্যুদন্ড।তখন কনুর তাতে সম্মতি জানায়।তারপর কনুরের গলায় ছুড়ি ধরে ইসমেহান। 


অনুবাদ মিডিয়া কুরুলুস উসমান ভলিউম ১০৮

কনুর ইসমেহান সুলতান এর কাছ থেকে দায়িত্ব পেতে চায়।তখন ইসমেহান সুলতান জানায়, তার দায়িত্ব পাওয়ার আগে তাকে পরীক্ষা করা হবে।কয়েকজন সেলজুক সৈন্যকে ডেকে আনে এবং কনুর সাথে লড়াই করতে দেয়।কনুর সবাইকে পরাজিত করে।তখন ইসমেহান খুশি হয় এবং তাকে ডার সহকারী নিয়োগ দেয়।তারপর কনুর চলে যায়।উল্লেখ্য,ওসমান বে কনুরকে আঘাত করার সময় একটি বার্তা তার কাছে দেয়।কনুর সে বার্তা পড়ে এবং ইসমেহান সুলতান এর কাছে আসে। আভজি জিজ্ঞেস করে,তাকে বিশ্বাস করা সঠিক হবে কিনা।জেরকুতায় আকতেমুর এর স্থানে যায় এবং চিহ্ন খুঁজে পায়।তারপর সে ওসমান বে'র কাছে চলে যায় এবং জানায়। ওসমান বে তখন আকতেমুরকে উদ্ধার করার জন্য রওনা দেয়।


কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৮ বাংলা সাবটাইটেল 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home