Monday, December 26, 2022

কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১১০

20221225-211132

 উসমান বে'কে চারদিক থেকে মোঙ্গলরা ঘিরে ফেলে।বায়িন্দার বে সেখানে আসে।বায়িন্দার বে উসমান বে'র গলায় তলোয়ার ধরে এবং বলে দেখো উসমান তোমার অবস্থা। তখন উসমান বে বলে শেয়ালদের রাজত্ব ততক্ষণ, যতক্ষণ নেকড়েরা ঘুমিয়ে থাকে।উসমান বে সবাইকে পরাজিত করতে শুরু করে।তখন মোঙ্গলরা উসমান বে'কে রশি দিয়ে বেধে ফেলে।উসমান বে সেখান থেকে বের হতে যায়,তখন তাকে জাল দিয়ে আটকে ফেলে।বোরান আল্প,ও বাকি আল্পরা সেখানে আসে এবং তাদের সাথে লড়াইয়ে জড়ায়।বোরান ও বাকি আল্পদের ধরে ফেলে।উসমানকে আত্মসমর্পণ করতে বলে।তখন আল্পদের বাঁচাতে উসমান বে আত্মাসমর্পন করে।মোঙ্গল কমান্ডার তাদের বন্ধী করে এবং প্রবেশদ্বারে নিয়ে যায়। উসমান বে'কে খাঁচায় বন্ধী করে এবং বাকি আল্পদের নির্যাতন করে।

অনুবাদ মিডিয়া কুরুলুস উসমান ভলিউম ১১০

আলাউদ্দিন বে ও দুরসুন ফকিহ সুলতান আলাউদ্দিন এর কাছে যায়।ভিজির এর সামনে আলাউদ্দিন ও দুরসুন ফকিহ দেখা করে। তারা সুলতান আলাউদ্দিন এর সাথে দেখা করতে চায়।কিন্তু ভিজির তাদের ডুকতে দেয়না এবং দুরসুন ফকিহ এর সাথে কটু কথা বলে। আলাউদ্দিন বে'কে বলে এটা ইয়েনিশেহির না এটা বড় প্রাসাদ। তখন আলাউদ্দিন বে জানায় বড় প্রাসাদ হলো স্বাধীনতা।তখন আলাউদ্দিন বে জানায়,এটা গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত সুলতান আলাউদ্দিনকে জানাতে হবে।তখন তাদেরকে সুলতান এর দরবারে প্রবেশ করতে দেয়।আলাউদ্দিন বে সুলতান এর সাথে কথা বলতে চায়।সে চায় কথাগুলো সুলতান আলাউদ্দিনকে একা বলতে কিন্তু সে সবার সামনে বলতে বলে।কিন্তু আলাউদ্দিন বে জানায় এটা রাস্ট্রের বিষয়,এটা গোপনে বলতে হবে।তখন সুলতান আলাউদ্দিন সবাইকে বাহিরে যেতে বলে।


সবাই বাহিরে গেলে আলাউদ্দিন বে সুলতানকে জানায়,তারা সুলতান আলাউদ্দিনকে ক্ষমতাচ্যুত করতে চায়।সুলতান আলাউদ্দিন এতে রেগে যায় এবং জানতে চায় কে তাকে ক্ষমতাচ্যুত করতে চায়।তখন আলাউদ্দিন বে জানায়,যারা তাকে ক্ষমতায় বসিয়েছে। সুলতান আলাউদ্দিন এতে রেগে যায়। প্রমান কি তার কথার জানতে চায়।তখন আলাউদ্দিন বে জানায়,তার বাবা উসমান প্রাসাদে এসেছে, তাকে সাহায্য করতে কিন্তু মোঙ্গলরা ডাকে বন্ধী করেছে এবং গোপনে হত্যা করতে চাইছে যাতে সে আপনে সাহায্য করতে না পারে। তখন সে উসমান বে'কে দেখতে যায়।সে দেখতে পায় মোঙ্গল কমান্ডার তাকে বন্ধী করে তার আল্পদের শাস্তি দিচ্ছে। তখন সুলতান আলাউদ্দিন তাদেরকে থামতে বলে এবং উসমান বে'কে তার সাথে আসতে বলে।উসমান বে তার সাথে যায় এবং তার আল্পদের ছেড়ে দেওয়া হয়।

কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১১০ বাংলা সাবটাইটেল 

উসমান বে সুলতান এর দরবারে যায় এবং তার কথা বলে।সে মোঙ্গল কমান্ডারকে ফাঁশিয়ে দেয়। মোঙ্গল কমান্ডারকে বন্ধী করা হয়।বায়িন্দার বে'কে উসমান সম্পর্কে জিজ্ঞেস করা হয়।তারপর সভা শেষ করা হয়।সুলতান আলাউদ্দিন মনে করে,আসল সমস্যা তার চাচা মাসুদ।তাই তার চাচা মাসুদকে ফাঁশি দিতে চায়।এদিকে উসমান বে মাসুদকে বাঁচানোর পরিকল্পনা করে। তুরান আল্প সৈন্যদের ছদ্মবেশে সেলজুক সৈন্যদের সাথে মিশে যায়।বোরান আল্প জানতে পারে,মোঙ্গলরা সুলতান মাসউদকে হত্যা করতে যাচ্ছে। উসমান বে তাদের পিছু নেয় এবং সুলতান মাসউদকে আটকে রাখা ঘর খুঁজে পায়।মোঙ্গলরা সুলতান মাসুদের গলায় রশি আটে।তাকে হত্যা করার চেষ্টা করে।উসমান বে ও তার আল্পরা পিছনের দরজা দিয়ে কক্ষে প্রবেশ করে।তারপর মোঙ্গলদের উপর আক্রমণ চালায়।উসমান বে ও তার আল্পরা মোঙ্গলদের পরাজিত করে এবং সুলতান মাসুদকে উদ্ধার করে। 



ইসমেহান সুলতান ইয়েনিশেহিরে যায় এবং ইয়েনিশেহির তার অধীনে নিতে চায়।ইয়েনিশেহিরে প্রবেশ করা সব খাবার জব্দ করে এবং ইয়েনিশেহিরে দুর্ভিক্ষ লাগাতে চায়। এজন্য সে ব্যবসায়ীদের উত্তেজিত করে তোলে এবং তাদেরকে উসমান বের বিরুদ্ধে উস্কে দেয় এবং ইসমেহান সুলতান এর আনুগত্য স্বীকার করতে বলে।ইসমেহান সুলতান ইয়েনিশেহিরের মালিকানা নিতে চায়।বালা হাতুন এতে রেগে যায় এবং ইসমেহান সুলতান এর সামনে ছুড়ি বের করে।মালহুন হাতুন তাকে থামিয়ে দেয়।ইসমেহান সুলতান বালা এবং মালহুন হাতুন এর মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়।এজন্য সে বালা হাতুনকে প্ররোচিত করে এবং তার সাথে দেখা করতে বলে।



বাজারের ব্যবসায়ীরা গোলমাল করে এবং সবাই সমবেত হয় এবং মিশিল করে।তারা উসমান বের বিরুদ্ধে কথা বলে এবং ইসমেহান সুলতান এর আনুগত্য স্বীকার করতে চায়।মালহুন হাতুন দূর্গ থেকে খাবার আনতে চায় কিন্তু জানতে পারে দূর্গের খাবার বন্ধ হয়ে গেছে। তখন মালহুন হাতুন সিদ্ধান্ত নেয়,সেখানে খাবারগুলো জব্দ করে রাখা হয়েছে সেখানে আক্রমণ করবে।তখন তারা কয়েকটি গুহাকে বিবেচনা করে এবং তাদের মধ্যে একটিকে লক্ষ্যবস্তু বানায়। তারপর জেরকুতায় ও গুর্বুজ আল্পকে পাঠায় তাদের অবস্থান জানার জন্য। তারা তাদের অবস্থা খুজে বের করে।মালহুন হাতুন তাদের আক্রমণ করার জন্য যায়।তুর্গুত বে খাবার নিয়ে যেতে চায়। এজন্য সে বে'দেরকে ডাকে এবং তাদেরকে নিয়ে আক্রমণ করতে যায়।মালহুন মালামাল এ আক্রমণ করে। তুর্গুত বে বে'দেরকে নিয়ে সেখানে যায় এবং মালহুন হাতুনদের সাহায্য করে।


কুরুলুস উসমান ভলিউম ১১০ বাংলা সাবটাইটেল 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home