আল্পআর্সলান সিজন ২ ভলিউম ৩৮

পবিত্র পাথর খলিফার ভিজির এর হাতে তুলে দেয়।পবিত্র পাথর পেয়ে ভিজির খুশি হয় এবং সম্মান প্রদর্শন করে।তারপর পাথরটিকে সৈনিকের হাতে তুলে দেয়।আল্পআর্সলান ফিরার সময়,একটি বার্তা দেয় খলিফার ভিজির এবং জানায় এটি ইনাল বে থেকে এসেছে। আল্পআর্সলান চিঠি খুলে এবং পড়ে জানতে পারে সুলতান তুগরুল ইনাল বে'কে ভাসপুরাকান দিয়েছে। এতে আল্পআর্সলান ক্ষুব্ধ হয় এবং মনে করে এটা ইনাল বের কোনো পরিকল্পনা করে।আল্পআর্সলান ভাসপুরাকান এর পথে রওনা দেয়।
আমির বাসাসিরির মিশরের খলিফার প্রতিনিধির কাছে যায় এবং পাথরের কথা বলে।সে আরো ক্ষুব্ধ হয়ে যায় এবং বাসাসিরিকে শাসাতে থাকে।বাসাসিরি তখন শপথ করে,সে আল্পআর্সলান কে এমন শাস্তি দিবে যাতে আল্পআর্সলান তার পায়ের কাছে এসে ভিক্ষা চাইবে।আমির বাসাসিরি তখন সেলজুক ভূমিতে প্রবেশ করে।সে আনিতে যায় এবং টেকফুর গ্রেগর এর সাথে কথা বলে।টেকফুর গ্রেগর তার সাথে থাকার শপথ করে।টেকফুর গ্রেগর ও বাসাসিরির নতুন পরিকল্পনা করে আল্পআর্সলান কে শাস্তি দিতে।
আল্পআর্সলান নতুন পর্ব সিজন ২
ইনাল বে সদর দপ্তরে যায় এবং সেখান থেকে আর্সলান ইউসুফকে চলে যেতে বলে।কিন্তু আর্সলান ইউসুফ চলে যেতে না চাইলে,সৈন্যদের তাঁকে নিয়ে যেতে বলে।তখন সদর দপ্তরের কমান্ডার সৈন্যদের নির্দেশ দিলে আর্সলান ইউসুফ কে সদর দপ্তর থেকে বের করে দেয় এবং সদর দপ্তর নিজের দখলে নেয় ইনাল বে।আর্সলান ইউসুফ ভাসপুরাকানে যায় এবং ইনাল বে'র কার্যক্রম সম্পর্কে জানায়।তখন ভাসপুরাকানে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
অনুবাদ মিডিয়া আল্পআর্সলান ভলিউম ৩৮
টেকফুর এর মেয়ে ফ্লোরা, সুলেমান বে'কে দেখার জন্য ভাসপুরাকানে রওনা দেয়।এমন সময় তার পরিচিকা আসে এবং জানতে পারে ফ্লোরা কি করতে যাচ্ছে। তখন সে টেকফুরকে জানাতে চায় কিন্তু সে তাকে বোঝায় এবং সম্মতি পায়।ফ্লোরা ভাসপুরাকানে আসে।ইনাল বে জানতে পারো আল্পআর্সলান ভাসপুরাকানে এসেছে।তখন ইনাল বে, সদর দপ্তরের কমান্ডারকে নিয়ে ভাসপুরাকানে আসে।আল্পআর্সলান জানতে পারে ভাসপুরাকানে এসেছে। আল্পআর্সলান ভাসপুরাকান এর দরজায় যায়।ইনাল বে ভাসপুরাকানে আসে এবং জানায় সুলতান আদেশ দিয়েছে ভাসপুরাকান তার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আল্পআর্সলান তার কথায় বিশ্বাস করে না।তখন আল্পআর্সলান এবং ইনাল বে'র মধ্যে কথা কাটাকাটি হয়।ইনাল বে আল্পআর্সলান এর উপর রেগে যায়।
আল্পআর্সলান জানায়, সে ভাসপুরাকান দিবে না।সে সুলতান এর লিখিত আদেশ দেখতে চায়।তখন আল্পআর্সলান ভাসপুরাকান এর দরজা বন্ধ করে দেয়।ইনাল বে বাহির থেকে আল্পআর্সলান কে ডাকতে থাকে কিন্তু আল্পআর্সলান তার কথায় কর্নপাত করে না।ইনাল বে ভাসপুরাকান আক্রমণের সিদ্ধান্ত নেয়।তখন সে তার বাহিনী নিয়ে ভাসপুরাকান অবরোধ করে।টেকফুর গ্রেগর জানতে পারে ইনাল বে ভাসপুরাকান অবরোধ করেছে।তখন সে ইনাল বে'কে সহযোগীতা করার জন্য তার কমান্ডার দিয়ে মানতি পাঠায়।তার কমান্ডার মানতিক নিয়ে সেলজুক ভূমিতে প্রবেশ করে।সেলজুক লোকেরা তাদের আটক করে এবং ইনাল বে'কে জানায়।ইনাল বে সেখানে আসে এবং পরিস্থিতি সম্পর্কে জানে।
আল্পআর্সলান ভলিউম ৩৮ বাংলা সাবটাইটেল
তখন সে জানতে পারে টেকফুর গ্রেগর তার জন্য সহযোগিতা পাঠিয়ে। তখন ভাসপুরাকানের দেয়ালে আঘাত হানার জন্য সে মানজিকগুলো নিয়ে আসে।ইনাল বে ভয় দেখাতে চায় কিন্তু কাউকে আঘাত হাতে চায় না।গ্রেগর এর কমান্ডার ফেরার সময় এক সেলজুক সৈন্যকে স্বর্ন দেয় এবং জানায় তার কথা মত কাজ করলে আরো স্বর্ন পাবে।তখন সে লোভে পড়ে তার কাজ করতে চায়।ইনাল বে মানজিকগুলো রেখে ভাসপুরাকান এ যায় এবং আল্পআর্সলান এর সাথে কথা বলতে চায় কিন্তু আল্পআর্সলান তার কথা থেকে সড়ে আসেনি। ইনাল বে যখন মানজিকগুলো রেখে আসে,তখন এক সৈন্য মানজিকগুলোকে আগের অবস্থান থেকে সড়িয়ে রাখে,যাতে গোলা ভাসপুরাকান এর ভিতরে পড়ে।
তারপর ইনাল বে,হায়দার সহ মানজিক এর কাছে যায় এবং মানজিক এ গোলা রেখে নিক্ষেপ করে।ফ্লোরা ভাসপুরাকান এ গিয়ে সুলেমানকে খুজতে থাকে।এক সময় সে সুলেমানকে দেখতে পায়।তার কাছে যেতে গেলে আর্সলান ইউসুপকে দেখতে পায়।তখন সে সড়ে যায়।সার্দার আল্প সেফেরিয়ে হাতুন এর বোনের সাথে কথা বলে।ফ্লোরা সার্দার আল্পকে দেখতে পায়।সে সার্দার আল্প এর কাজে সুলেমান বে সম্পর্কে জিজ্ঞেস করে।সার্দার আল্প জানায়,সে তাকে চিনে।তখন ফ্লোরা তাকে একটি কাগজের নৌকা দেয় এবং সুলেমান বে'কে দিতে বলে।সুলেমান বে,আল্পআর্সলান এর সাথে সভায় কথা বলে।সার্দার আল্প সেখানে যায় এবং সুলেমান বে'কে কাগজের নৌকা দেয়।সুলেমান বে তখন তাকে নিয়ে বের হয়।
আল্পআর্সলান সিজন ২ ভলিউম ৩৮ বাংলা সাবটাইটেল
সুলেমান বে,বাহিরে আসে এবং ফ্লোরাকে খুঁজে। সে ফ্লোরাকে খুঁজে পায়। আল্পআর্সলান ওখে হাতুনকে আটক করে রাখে।বাহিরে লোকজন ছিলো।ইনাল বে গোলা নিক্ষেপ করলে ভাসপুরাকান এর মাঝে পড়ে এবং বহু ক্ষয়ক্ষতি হয়।অনেকে মারা যায়।অনেকে মারাত্মক আঘাত পায়।ইনাল বে কালে ধোঁয়া দেখতে পায় এবং চিহ্নিত হয়ে পড়ে।সে হায়দার এর উপর ক্ষিপ্ত হয়। তাকে হত্যা করতে চায়।তখন মানজিকের দায়িত্বে থাকে সৈন্যদের মৃত্যুদন্ড দেয়।আহতদের চিকিৎসা করা হয়।ইনাল বে,মৃত্যুদন্ড প্রাপ্তদের মাথা নিয়ে ভাসপুরাকান এ পাঠায় এবং জানায় সে এটা চায়নি।আল্পআর্সলান তাদের উপর রেগে যায় এবং ইনাল বে'র কাছে তাদেরকে পাঠিয়ে দেয়।
আল্পআর্সলান এক সৈন্যর মাধ্যমে তা বাবার কাছে বার্তা পাঠায়।যখন সৈন্য বার্তা নিয়ে যাচ্ছিলো,তখন বাসাসির তাকে থামায় এবং তাকে হত্যা করে।তারপর তার লোক সৈন্যর পোশাক পড়ে ছদ্মবেশে সেখানে যায় এবং চাগরী বে'কে খবর জানায়।চাগরী বে রেগে যায় এবং সে ঘোড়া নিয়ে ভাসপুরাকান এর পথে রওনা দেয়।পথো আমির বাসাসিরি তার লোকদের নিয়ে ফাঁদ পাতে যখন চাগরী বে সেখানে যায়, তখন বাসাসিরি তার পথ বন্ধ করে দেয়।তারপর তাদের আক্রমণ করে।সেখানে লড়াই হয়।চাগরী বের পেটে তলোয়ার চালায়।তারপর সে তার লোককে দিয়ে আল্পআর্সলান এর কাছে বার্তা পাঠায়।
আল্পআর্সলান বুয়ুক সেলজুকলু বাংলা সাবটাইটেল সিজন ২
আল্পআর্সলান সুলতান তুগরুল এর সাথে দেখা করতে চায়। এজন্য সে গোপন পথে ভাসপুরাকান ছাড়ে।তখন বাসাসিরির লোক তার সামনে পড়ে এবং আল্পআর্সলানকে জানায় চাগরী বের উপর হামলা হয়েছে।তখন সে চাগরী বে'র কাছে যায়। তখন বাসাসিরিকে দেখতে পায়।বাসাসিরির লোকেদের সাথে লড়াই হয়।বাসাসিরির চলে যায়,আল্পআর্সলান তার পিছু নেয়।আল্পআর্সলান কে ঘিরে ফেলে। সুলতান তুগরুল জানতে পারে, ইনাল বে ভাসপুরাকান অবরোধ করেছে।তখন সে ভাসপুরাকান এর উদ্দেশ্য রওনা দেয় এবং ভাসপুরাকান আসে।ইনাল বে'র সাথে দেখা হয়।ইনাল বে,সুলতান তুগরুল এর সাথে ভাসপুরাকান এ প্রবেশ করে।
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home