কুরুলুস উসমান ভলিউম ১০৬ বাংলা সাবটাইটেল

beautiful bengali poem
মারমারাসিক বিজয়ের পর কুপ্রিহিসার জয় করতে মননিবেশ করে উসমান বে।এজন্য সে মারমারাসিক বিজয়ের পরপরই, কুপ্রিহিসার এ থাকা তার গুপ্তচর এর সাথে দেখা করতে যায়।কুপ্রিহিসার এ থাকা উসমাব বে'র গুপ্তচর এর নাম গুরবাজ আল্প।ওসমান বে তার চিহ্নিত জায়গায় যায় এবং গুর্বুজ আল্প এর সাথে দেখা করে এবং তার কাছ থেকে কুপ্রিহিসার এর নকশা সংগ্রহ করে।কুপ্রিহিসার এর সেনারা গুর্বুজ আল্প এর পিছু নেয় এবং তাকে দেখে ফেলে এবং আক্রমন শুরু করে।উসমান বে ও গুর্বুজ আল্প তাদেরকে কৌশলে বনের মধ্যে নিয়ে যায় এবং কৌশল খাটিয়ে তাদের হত্যা করে।তারপর,গুরবুজ আল্প কুপ্রিহিসার এ ফিরে যেতে চায়।ওসমান বে তখন তাকে তার সাথে নিয়ে যাবে বলে জানায়।
মারমারাসিক বিজয়ের পর, ওসমান বে ওক্তেম বে'কে মারমারাসিক এ আমন্ত্রন জানাায়।মারমারাসিক বিজয়ের পর বিপুল পরিমান স্বর্নমুদ্রা পায়।বায়িন্দার বে এগুলো নিয়ে ভাগাভাগি করে।তখন তুর্গুত বে তাকে এসব বাদ দিয়ে তার দোকানে যেতে বলে এবং জানায় ওসমান বে এখানে নেই এবং কখন আসবে তাও জানে না।বায়িন্দার বে মারমারাসিক এ থাকতে চাইলে, তুর্গুত বে জানায় তার কোনো প্রয়োজন নেই।বায়িন্দার বে তখন রেগে যায় এবং সে তার দোকানে ফিরে যায়।
কুরুলুস উসমান নতুন এপিসোড বাংলা সাবটাইটেল
মারমারাসিক থেকে ফেরার পথে ফ্রীগ বায়িন্দার বে'কে আক্রমণ করে।সেখানে কিছুক্ষণ লড়াই হয়।তারপর বায়িন্দার বে,ফ্রীগ এর মুখোশ খোলে এবং বুঝতে পারে সে ইয়েনিশেহিরের কাপড় ব্যবসায়ী মার্তা।তখন মার্তা জানায় সে ও বায়িন্দার বে'র গোপনীয়তা জানে।বায়িন্দার বে ওলোফের স্বর্ন চুরি করেছে।তখন ফ্রীগ বায়িন্দার বে কে প্রস্তাব দেয় ওলোফের কাছে যেতে।তারপর ওলোফ এর কাছে যেতে রাজি হ বায়িন্দার বে।বায়িন্দার বে ও তার সহকারী হুসাইনকে মুখ আটকিয়ে ওলোফের কাছে নিয়ে যাওয়া হয়।ওলোফ বায়িন্দার বে'র সাথে চুক্তি করতে চায়।প্রথমে রাজি না হলেও পরে স্বর্ন দিলে তার করা প্রস্তাবটি ভেবে দেখবে বলে জানায়।তারপর তারা ওলোফের আস্তানা থেকে ফিরে আসে।
কুরুলুস উসমান ভলিউম ১০৬ ট্রেইলার বাংলা সাবটাইটেল
ইয়েনিশেহিরে আসার পথে,ওক্তেম বে'র সাথে দেখা হয় এবং ওক্তেম বে কোথায় যাচ্ছে জানতে চায়।ওক্তেম বে তখন জানায়, ওসমান বে তাকে মারমারাসিক এ আমন্ত্রণ জানিয়েছে।তখন তাকে আমন্ত্রণ না জানানোয় সে রেগে যায়।তারপর সে তার দোকানে ফিরে আসে। বায়িন্দার বে, ওসমান বের বিপক্ষে চলে যায় এবং তাকে আমন্ত্রণ না জানানোয় সে সেলজুক সুলতানা ইসমেহান সুলতান এর নিকট চিঠি পাঠায়।কান্তাকুজানোস কে মারমারাসিক দূর্গে নিয়ে যায়ওয়া হয়।ওসমান বে মারমারাসিক এ ফিরে আসে এবং বায়িন্দার বে'কে দেখতে না পেয়ে সে কোথায় আছে জানতে চায়।
তখন বোরান আল্প সবকিছু খুলে বলে।তারপর ওসমান বে জানায় তুর্গুত বে'র এ কাজ ঠিক হয়নি।এদিকে তুর্গুত বে মারমারাসিক দূর্গের কমান্ডার হতে চায় কিন্তু উসমান বে না দিলে সে নিতে পারবে না।বোরান আল্প তাকে মারমারাসিক এর সিংহাসনে দেখতে পায়।বোরান আল্প কিছুটা অস্বস্তি বোধ করে।রাতে মারমারাসিক এ অনুষ্ঠান হয়। তারপর ওসমান বে তার কক্ষে যায় এবং তার দুঃখ, শোক এ কাঁদতে থাকে।তারপর সেখানে শায়খ এদেবালি যায়।প্রথমে তার কক্ষে প্রবেশ করায় সে রেগে যায় কিন্তু যখন দেখতে পায় এটা শায়খ এদেবালি তখন সে নম্র হয়ে যায়।শায়খ এদেবালি তাকে উপদেশ দেয় এবং তার মনে প্রশান্তি আনার প্রক্রিয়া জানায়।
অনুবাদ মিডিয়া কুরুলুস উসমান ভলিউম ১০৬ বাংলা সাবটাইটেল
ওসমান বে ইয়েনিশেহিরে যায় এবং মারমারাসিক এর নতুন মালিকানা ঘোষণা করার জন্য সব বে'দেরকে ডাকে।সভা অনুষ্ঠিত হয়।তুর্গুত বে মনে করে মারমারাসিক তাকে দিবে।এদিকে ওক্তেম বে মনে করে মারমারাসিক তুর্গুত কে দিবে।কেননা তুর্গুত উসমান বের সাথে যুদ্ধ করেছে কিন্তু ওক্তেম বে'কে আমন্ত্রণ জানায়নি।সভায় দীর্ঘ বক্তব্যর পর মারমারাসিক এর নতুন মালিকানা ঘোষণা করা হয় ওক্তেম বে'কে।সবাই হতবাক হয়ে যায়।মারমারাসিক এর মালিকানা হতে চাওয়া তুর্গুত এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।সে তার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে।ওক্তেম বে'কে মালিকা দেওয়ার পিছনের কারন জানায়।কিন্তু তুর্গুত এটা মানতে নারাজ।
বায়িন্দার বে ইয়েনিশেহিরে আসে এবং রাধুনির পিছনে পিছনে যায় এবং তার কাছ থেকে জানতে পারে ওসমান কুপ্রিহিসার জয় করতে চায়।বোরান আল্প তাকে দেখে ফেলে কিন্তু তখন ভুলভাল বলে সেখান থেকে চলে যায় বায়িন্দার বে।বায়িন্দার বে তার সহকারী হুসাইনকে ওলোপের কাছে পাঠায় এ তথ্য জানানোর জন্য। সে ওলোফকে গিয়ে এসব তথ্য জানায়।এদিকে সম্রাট এর কমান্ডারকে মুক্তি দেয় ওসমান বে।কমান্ডার কন্সনান্টিনোপোলে ফেরার পথে ওলোফ তাকে হত্যা করে ফেলে।সভায় বায়িন্দার বে'কে স্বর্নমুদ্রা দেয় ওসমান বে।সভা শেষে বায়িন্দার বে তুর্গুত বের পিছু নেয় এবং তার সাথে কথা বলে ঝামেলা পাকাতে চায়।
কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৬
ওসমান বে তার কয়েকজন আল্প নিয়ে কুপ্রিহিসার এর গোপন পথ খনন করতে যায়।তারা গোপন পথ খনন করার পর ইয়েনিশেহিরে ফেরার পথে, ওলোফের সৈন্যরা তাদের আক্রমণ করে।সেখানে যুদ্ধ শেষে ওলোফের সৈন্যদের হত্যা করে।তাপর ইয়েনিশেহিরে ফিরে আসে।সেলজুক সুলতান আলাউদ্দিন এর মা,ইসমেহান সুলতান বায়িন্দার বে'র চিঠি পায়, তারপর সে তার সেনাদের নিয়ে ইয়েনিশেহিরে আসে।ইয়েনিশেহিরে এসে সে ওসমান বে'র দরবারে প্রবেশ করে।তুর্কি বসতির বে'রা সভায় যোগ দেয়।সে কান্তাকুজানোসকে মুক্তি দেয়।ওসমান বে ইয়েনিশেহিরে আসে এবং কি হয়েছে জানতে চায়।তারপর সে তার সভাকক্ষে যায় এবং ইসমেহান সুলতানকে দেখতে পায়।
কুরুলুস উসমান ভলিউম ১০৬ বাংলা সাবটাইটেল
Labels: কুরুলুস উসমান ভলিউম ১০৬ বাংলা সাবটাইটেল, কুরুলুস উসমান সিজন ৪
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home