Monday, November 14, 2022

কুরুলুস উসমান ভলিউম ১০৪ বাংলা সাবটাইটেল

20221114-010202

 উসমান বে ও ওরহার বে যুদ্ধের প্রশিক্ষন করে,আলাউদ্দিন তো এতে যোগ দেয়।কিছুক্ষণ তারা প্রশিক্ষণ করে এবং কথা বলে।উসমান বে তার দুই ছেলেকে দুটি দায়িত্ব দেয়। ওক্তেম বে ও তার মে আলচিচেক এর বিচারকার্য আয়োজন করা হয়।উসমান বে ভুল বুঝিয়ে কান্তাকুজানোসকে আটকে রাখে এবং বলে  সম্রাট ওলোফকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। ওলোপ ইয়েনিশেহিরে আসে ওক্তেম বে'র বিচারের জন্য। ওসমান বে গোপনে সত্যটা প্রকাশ করার জন্য পরিকল্পনা করে।

কুরুলুস উসমান ভলিউম ১০৪ ট্রেইলার 


বিচার সভা প্রস্তুত করা হয়।আলাউদ্দিন বে বিচার কক্ষে আসে,একে একে বালা হাতুন,মালহুন হাতুন,ওসমান বে ও দুরসুন ফকিহ আসে বিচার কক্ষে।বেঙ্গি হাতুনের সাথে সুবসীর মায়ের কথা কাটাকাটি হয়। তারা ঝগড়ার পর্যায়ে চলে যায়। আকতেমুর কিছুটা সুস্থ হয়।আকতেমুর জানতে চায় আলচিচেক কোথায় আছে? আকতেমুরের মুখে আলচিচেক এর নাম শুনে তার মা রেগে যায়। তাকে তার সাথে কথা বলতে নিষেধ করে।আকতেমুর জানায়,সে বিশ্বাস করে না আলচিচেক তার গায়ে তীর ছুড়েছে।এতে তার মা আরো রেগে যায়।তারপর আকতেমুর তার কক্ষ থেকে বেরিয়ে যায়। 

কুরুলুস উসমান ভলিউম ১০৪ বাংলা সাবটাইটেল 

কুরুলুস উসমান ভলিউম ১০৪ বাংলা সাবটাইটেল 


আকতেমুর আলচিচেক এর কক্ষে যায়।প্রথমে আল্পরা তাকে প্রবেশ করতে দিতে চায় না। পরে সে সুবাসী পদের কথা জানালে তাকে প্রবেশ করতে দেয়।আলচিচেক জানায় সে আকতেমুর কে তীর মারেনি। আকতেমুর বলে সে তাও জানে যে তাকে সে তীর ছুড়ে নি।তখন আকতেমুর জানায়,সে আলচিচেক এর পক্ষে সাক্ষ্য দিবে। ওলোপ ইয়েনিশেহিরে আসে। সে তার অস্ত্র নিয়ে সভায় যোগ দিতে চায়।তখন বোরান তাকে বাধা দেয়।ওলোপ প্রতিহত করতে চাইলে,বাকি আল্পরা তার দিকে তীর ধরে।তখন ওলোপ তার তলোয়ার তার সঙ্গীর কাছে রেখে দেয়।তারপর বোরান ও চেরকুতায় তাকে নিয়ে সভা কক্ষে যায়।


কুরুলুস উসমান ভলিউম ১০৪ পরিচিতি ও অফিসিয়াল ফটোসমূহ 

বিচারকার্য শুরু হয়।উলোপ কান্তাকুজানোস কোথায় জানতে চায়।বিচারক সবার সাক্ষ্য শুনে।বিচার কক্ষে ওক্তেম বে ও ওলোপ ঝগড়ায় জড়িয়ে পড়ে। সকল সাক্ষ্য প্রমানের পর বিচারক দুরসুন ফকিহ আলচিচেক এর ১০ বছরের নির্বাসন ও ওক্তেম বে'র মৃত্যুদন্ড দেয়। বেঙ্গি হাতুন তার লোকদের জড়ো করে এবং ওক্তেম বে'কে বাঁচাতে ইয়েনিশেহিরে আক্রমণ করতে চায়।তার সাথে অন্যান্য বসতির বে'রা যোগ দেয়। মালহুন হাতুন ওক্তেম বে'র বসতি পর্যবেক্ষণ করে বুঝতে পারে,তারা বিদ্রোহ করবে।একজন্য সে তুর্গুত বে ও তার আল্পদের বসতিতে পাঠায়। উসমান বে তার ছেলে আলাউদ্দিন কে পাঠায় এবং তার পরিকল্পনা সম্পর্কে জানতে।


ওক্তেম বের বসতিতে পাওয়া স্বর্ন কন্সনান্টিনোপোলে পাঠায়।এবং গোপনে অনুসরণ করার জন্য উসমান বে তার একজন আল্পকে পাঠায়।ওলোপ তার লোকদের স্বর্ন চুড়ি করে বলে এবং উসমান বে'কে হত্যার পরিকল্পনা করে। উসমান বে'র এক আল্প এসে জানায় স্বর্নের কারাভ্যানে আক্রমণ হয়েছে।ওলোপ তখন সেখানে যেতে রওনা দেয়।উসমান বে তাকে থামায় এবং তার সাথে যেতে চায়।তখন উসমান বে তার সাথে যায় এবং আক্রমণ স্থল এ চিহ্ন খুজতে থাকে।ওলোপ তখন ভুল পথে উসমান কে নিয়ে যেতে চায়।তখন উসমান বে জিজ্ঞেস করে,সে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? 


ওলোফ তখন সবকিছু খুলে বলে এবং এসবের পিছনে সে দায়ী এটা প্রকাশ করে।তখন সে উসমানকে হত্যা করতে চায় এবং তার লুকানো লোকদের ডাক দেয়। তারা বেরিয়ে আসে।উসমাব তখন তার গোপনে রাখা উরহান,তুর্গুত ও বালা হাতুনের লোকদের ডাক দেয়।সেখানে এক বড় যুদ্ধ হয়।তারপর সেখান থেকে ওলোপ পালিয়ে যায়। তখন উসমান বে বাকিদের ইয়েনিশেহিরে নিয়ে আসে এবং জানায় ওক্তেম বে দোষী না এবং এসবের পেছনে দায়ী ওলোপ।তখন তাদেরকে সেখানে হত্যা করা হয়।উসমান বে তার পরিকল্পনার ব্যাপারে ওক্তেম বে'কে জানায়।বেঙ্গি হাতুন ওক্তেম বে'র কক্ষে যায় কিন্তু তাদের হাসি মুখ দেখে চিন্তিত হয়ে যায় এবং জানতে চায়।তখন বালা হাতুন সবকিছু খুলে বলে।


স্বর্নমুদ্রার পিছু নেয় বায়িন্দার বে।বায়িন্দার বে তার সহকারী হুসাইনকে নির্দেশ দেয় স্বর্নের কারাভ্যান এর দিকে নজর রাখতে।হুসাইন তার সাথে আরেকজনকে নিয়ে কারাভ্যানের পিছু নেয় এবং তারা দেখতে পারে কেউ কারাভ্যান এ আক্রমণ করেছে এবং রোমদের হত্যা করে তারা নিয়ে যাচ্ছে।হুসাইন এ খবর বায়িন্দার বে'কে জানায়।বায়িন্দার বে পথে তাদের আক্রমণ করে এবং স্বর্ন ছিনিয়ে নেয়।ওলোপ একটি দূর্গে আশ্রয় নেয়। উসমান বে ওলোপকে ধরার জন্য দূর্গে আক্রমণ করতে চায়।


কুরুলুস উসমান সিজন ৪ ভলিউম ১০৪ বাংলা সাবটাইটেল 

কনুর আল্প/সার্কিস ওফেলিয়াকে নিয়ে কন্সনান্টিনোপোল থেকে পালিয়ে আসে এবং ইয়েনিশেহিরের দিকে রওনা দেয়।ওফেলিয়া পথে থামে এবং বিশ্রাম নেয় এবং জানায় কন্সনান্টিনোপোল থেকে তার পালিয়ে আসা ঠিক হয়নি। কনুর তখন তাকে বুঝায়। ওলোপের লোক তাদের পিছু নেয় এবং তীর ছুড়ে। তখন কনুর সেখানে লড়াই করে এবং সেখান থেকে পালিয়ে আসে।আসার সময় ওফেলিয়াকে তীর ছুড়ে। ওফেলিয়া অসুস্থ হয়ে পড়ে।সে কিছুদূর এসে আর এগুতে পারে না। তখন তারা ঘোড়া থেকে নামে এবং ক্ষতের নিরাময় এর চেষ্টা করতে থাকে।


অনুবাদ মিডিয়া কুরুলুস উসমান ভলিউম ১০৪ 

কনুর সামনে একটি খনি দেখতে পায় এবং সেখানে আশ্রয় নিতে চায়।কনুর একটি চিরকুট লিখে ঘোড়াকে পাঠিয়ে দেয়।পথো ওলোফের লোকেরা তাকে খুজতে থাকে।যখন ঘোড়া দৌড়ে যাচ্ছিলো,তখন সেটা ওলোফের লোকের সামনে পড়ে।ওলোফের লোকেরা ঘোড়া থেকে চিরকুট খুজে পায় এবং তাদের অবস্থাম জানতে পারে। তারপর সে ঘোড়াটিকে পাঠিয়ে দেয় এবং ওলোফকে জানায়।ঘোড়া ইয়েনিশেহিরের ঘোড়াশাল এ প্রবেশ করে।কুমড়াল আবদাল ও বোরান আল্প সেখানে ছিলো।তারা ঘোড়াটিকে দেখে চিনতে পারে এবং বুঝতে পারে এটা কনুর আল্পের ঘোড়া।তখন তারা পর্যবেক্ষণ করে একটি চিরকুট খুজে পায় এবং এটি উসমান বে'র কাছে নিয়ে যাওয়া হয়।


উসমান বে তার কয়েকজন আল্প নিয়ে বের হয়ে যায় কনুরকে সাহায্য করার জন্য। উলোফ খনিতে যায় এবং সেখানে আক্রমণ করে।ওফেলিয়াকে নিয়ে যায় এবং কনুর আল্পকে আঘাত করে। কনুর আল্প অসুস্থ হয়ে যায়।ওলোফ ওসমান বে'র জন্য ফাঁদ পাতে। উসমান বে সেখানে গেলে খনিতে বিস্ফোরণ হয়।


কুরুলুস উসমান ভলিউম ১০৪ বাংলা সাবটাইটেল >

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home