Empire: The Rise of attoman Season 1 All Episode Bangla Subtittle

মেহমেদ দ্বিতীয় ছিলেন সুলতান মুরাদ ও হুমা হাতুনের চতুর্থ সন্তান। ঐতিহ্য অনুযায়ী, দুজন শিক্ষকসহ ১২ বছর বয়সে মেহমেদকে মনিসায় পাঠানো হয়।একই বছর তার বাবা তাকে এদির্নের সিংহাসনে বসায়। তার প্রথম শাসনামলে ভিতরের এবং বাহিরের শত্রুদের দ্বারা নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিলো।তরুন সুলতানের উপর পোপ,ভেনিসিয়ান,হাঙ্গেরিয়ানরা নানাভাবে সুবিধা নিতে শুরু করে।এদির্নে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাম্রাজ্যের ভিজির চান্দার্লি হালিল পাশার একক নেতৃত্ব চলে।সুলতানকে অবজ্ঞা করে এবং তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে থাকে।অন্যদিকে ভিজির শাহবেদ্দিন ও জাঙ্গোস পাশা সুলতানের সাথে ছিলেন এবং তার কাজ করতে থাকেন।
এর মধ্যে খ্রিস্টান বাহিনী এদির্নে হামলার প্রস্তুতি নেয়।এবং হামলা করার জন্য খ্রিস্টান বাহিনী সমবেত হয়।দীর্ঘ বিরতির পর বুসরা থেকে সুলতান মুরাদ ফিরে আসে এবং খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ সেনাবাহিনীর নেতৃত্ব দেয়।যুদ্ধে সুলতান মুরাদ জয়ী হয়। তারপর মুরাদ এদির্নে ফিরে আসে এবং সিংহাসন ফিরিয়ে নেয়। জাঙ্গোস পাশা ও শাহাবুদ্দিন এর সাথে মেহমেদকে আবার মনিসায় পাঠানো হয়। সুলতান মেহমেদ নিজেকে প্রকৃত সুলতান হিসেবে দাবি করে এবং মনে করে তার কাছ থেকে, তার অধিকার নিয়ে গেছে।এখানে সুলতান মেহমেদকে সিংহাসনচ্যুত করার জন্য জেনিসারিদের দিয়ে বিদ্রোহীহের নেতৃত্ব দেয় এবং তাকে ক্ষমতাচ্যুত করে।তারপর সুলতান মুরাদকে সিংহাসন নেওয়ার জন্য মুরাদকে এদির্নে আসতে বলে।
তার বাবার মৃত্যুর পর,মেহমেদ দ্বিতীয় মেয়াদে এদির্নের সিংহাসনে বসে। তার মনে প্রানে একটাই লক্ষ্য ছিলো আর সেটা হলো কন্সনান্টিনোপোল জয় করা। ইউরোপীয়ান ও বাইজেন্টাইন'রা সুলতানের পূর্বের শাসনামল নিয়ে পরে থাকে কিন্তু তার নতুন লক্ষ্য সম্পর্কে তেমন ধারণা করে। শান্তি বজায় রাখার জন্য সে হাঙ্গেরিয়ানদের সাথে চুক্তি সম্পন্ন করে।সুলতান মেহমেদ সিংহাসনে বসার পর তার পুরোনো স্মৃতি মনে করতে থাকে। সুলতান মেহমেদ কন্সনান্টিনোপোল জয়ের জন্যে প্রস্তুতি শুরু করে।এসময় সাম্রাজ্যের মধ্যে একটি বিদ্রোহ শুরু হয়।তখন সুলতানের এক কমান্ডার তাদের পরাজিত করে।চান্দারলি হালিল পাশা সুলতানের কথার সাথে একমত হয় না।সে কন্সনান্টিনোপোলে আক্রমণ করে চায় না।সে মনে করে এটা অটোমানদের বিপর্যয় নিয়ে আসতে পারে।
এদিকে সুলতান মেহমেদ তার প্রস্তুতি নিতে থাকে। রোমান সম্রাট কন্সনান্টিয়াস ২য় এদির্নে সুলতানের নিকট দূত পাঠায় এবং জানায় তাদেরকে দ্বিগুণ কর না দিলে ওরহানকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। সুলতান মেহমেদ তার চুক্তি বাতিল করে।সুলতান মেহমেদ বসফরাসের নৌবহর নিয়ন্ত্রণ করার জন্য দূর্গ নির্মানের আদেশ দেয়।চান্দারলি হালিল পাশা তার এ কাজকে সমর্থন করে না। তিন মাসের মধ্যে সুলতান তার পরিকল্পনা মাফিক দূর্গ নির্মাণ সম্পন্ন করে। সুলতানের এ কাজে সম্রাট হুমকি মনে করে এবং তার নিকট দূ্ত পাঠায়।সুলতান মেহমেদ তখন দূত হত্যা করে।এর মাধ্যমে তাদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পরে।এদিকে সুলতান মেহমেদ নতুন কামান বানানোর প্রস্তুতি নিতে পারে।এজন্য সে কারিগরদের প্রস্তুতি নেয় এবং তার জন্য অস্র নির্মাণ শুরু করে।যা ঐসময়ের সবচেয়ে বড় কামান ছিলো।যা কন্সনান্টিনোপোলের দেয়ালকে ক্ষত করতে সক্ষম।
সম্রাট বুঝতে পারে তাদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ছে।তখন সে পোপ ও ইউরোপিয়ানদের নিকট সাহায্য চায়।একজন কমান্ডার আসে সম্রাটের অধীনে।প্রথমদিকে সে জলদস্যু ছিলো পরবর্তীতে সে সম্রাটের কাজ করে।তার অধীনে নেওয়া হয় রোমান বাহিবীদের।সুলতান মেহমেদ তার পরিকল্পনার অনুযায়ী যুদ্ধের জন্য কন্সনান্টিনোপোল অবরোধ শুরু করে।সম্রাট পোপের কাছে সৈন্য চায়।অর্থডক্স খ্রিস্টান ও ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে মত বিবেধ থাকায়,তারা একে অপরের বিরুদ্ধে লিপ্ত থাক।সম্রাট অর্থডক্স খ্রিষ্টানদের থেকে সাহায্য চাওয়ায়,এটা অনেকে মেনে নিতে পারে না।এদিকে অটোমানদের সাথে যুদ্ধের সময় ঘনিয়ে আসে।একদিকে সুলতান মেহমেদ ও আরেকদিকে সম্রাট।
কথিয় আছে,অটোমান সুলতান মহানবী সাঃ এর একটি হাদিসকে কেন্দ্র করে তিনি কন্সনান্টিনোপোল জয়ের জন্যে আক্রমণ করেন। দীর্ঘ অবরোধের পর যখন সুলতান মেহমেদ হতাশ হয়ে পড়েন,তখন তাকে পথ চালাতে সাহায্য করেন,তার গুরু আকসামেদ্দিন।তিনি সুলতান মেহমেদ এর মনে সাহস যোগান দেন।এরপর পুনরায় যখন হামলা চালাতে শুরু করেন,তখন তিনি তার দীর্ঘদিনেন লালিত স্বপ্ন কন্সনান্টিনোপোল জয় করেন।মূলত শিশুকাল থেকেই মেহমেদকে কন্সনান্টিনোপোল জয় করার জন্য অনুপ্রেরণা যোগান দেন তার শিক্ষক আকসামেদ্দিন।সুলতান মেহমেদ এর পাশে যারা মিত্র হিসেবে ছিলেন,তাদের মধ্যে অন্যতম ছিলেন মারা হাতুন।সে ছিলেন তার সৎ মা ও তার বাবা সুলতান মুরাদ এর স্ত্রী।
সিজন ০১ এর মোট ভলিউম ০৬ টি।প্রতিটি ভলিউম ৪৫ মিনিট। সিজন ২ আসছে শিগ্রই.....। সিজন ২ এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
Labels: Rise of attoman, rise of attoman Netflix, Rise of attoman season 1
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home