আল্পআর্সলান ভলিউম ৩৬ বাংলা সাবটাইটেল

সেফেরিয়ে হাতুন বুঝতে পারে,আল্পআর্সলান তার আল্পদের বাঁচাতে ময়দানে যাবে।আতা বেইম ও আল্পআর্সলানের বাকি সৈন্যরা ছদ্মবেশে রোমান জনগনের মধ্যে ডুকে যায়।সেফেরিয়ে হাতুন একটি গাছে ওঠে তীর নিয়ে। আল্পআর্সলান লাফ দিয়ে নিচে নামে এবং তার এক আল্পের গলার রশি কেটে দেয়।তারপর আল্পআর্সলান উঠতে চেষ্টা করে কিন্তু সে বিষাক্ত হওয়ায় মাটিতে লুটিয়ে পড়ে। টেকফুর গ্রেগর ও আলেকজান্ডার আল্পআর্সলান কে দেখতে পেয়ে বিস্মিত হয়। আল্পাগুত ও ইনাল বে খুশি হয়।টেকফুর,আল্পআর্সলান কে গ্রেফতার করতে বলে।যখন রোমান সৈন্যরা আটক করতে যাবে,তখন আতা বেইম তীর ছুড়ে আর্তুক ও আফসিনকে মুক্ত করে এবং আক্রমণ করে।
আল্পআর্সলান ভলিউম ৩৫ এর ঘটনাবলী ও ৩৬ প্রভিউ
সেখানে অনেকক্ষণ লড়াই চলে।রোমান সৈন্যরা যখন আল্পআর্সলানকে আক্রমণ করতে যায়,তখন সেফেরিয়ে হাতুন তাদের উপর তীর ছুড়ে। তারপর আল্পআর্সলানকে নিয়ে আতা বেইম ও তার আল্পরা চলে যায়।টেকফুর গ্রেগর তখন আনি দূর্গে ফিরে যায়।তারা সুলেইমান বে'কে খুঁজতে থাকে।টেকফুর এক সৈন্যকে জিজ্ঞেস করে,সুলেমানকে পেয়েছে কিনা কিন্তু সে জানায় পায়নি।তখন টেকফুর তাকে হত্যা করে। টেকফুর আলেকজান্ডারকে নির্দেশ দেয় সুলেমান বে'কে খুঁজে বের করার জন্য। আলেকজান্ডার সৈন্যদের নিয়ে সুলেমান বে কে খুঁজতে থাকে।সৈনিকরা জানায়, ফ্লোরা ও টেকফুরের কামড়া ছাড়া বাকি সব জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। আলেকজান্ডার তখন ফ্লোরার কামড়ায় যায়।
অনুবাদ মিডিয়া আল্পআর্সলান ভলিউম ৩৬ বাংলা সাবটাইটেল
সুলেমানকে দেখতে পেয়ে ফ্লোরা বিস্মিত হয়।ফ্লোরা ও সুলেমানের মধ্যে কথা হয়।ফ্লোরা সুলেমানের জন্য খাবার নিয়ে আসে এবং পরিস্থিতি দেখতে আসে।সুলেমানকে জানায়, বাহিরের পরিস্থিতি ভালো না।সর্বত্র তাকে খুঁজছে। তার জন্য নিরাপদ জায়গা ফ্লোরার কামড়াই। সুলেমান একটি কাগজের ফুল দেখতে পায় এবং এটা সম্পর্কে সে জিজ্ঞেস করে।তখন ফ্লোরা জানায় এটা সে নিজে তৈরী করছে।তখন সুলেমান খেতে বসে।এমন সময় দেখতে পায় কেউ ফ্লোরার কামড়ার কড়া নাড়ছে।তারা বিস্মিত হয়।পরে দেখতে পায় এটা ফ্লোরার পরিচিকা। সে সুলেমান কামড়া থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু ফ্লোরা যেতে দিতে চায় না।তখন সুলেমান বে ফ্লোরার কথা চিন্তা করে বেরিয়ে যেতে চায়।তখন ফ্লোরা তাকে কাগজের ফুলটি হাতে দিয়ে দেয়।
আল্পআর্সলান ভলিউম সেলজুকলু সিজন ২ ভলিউম ৩৬ বাংলা সাবটাইটেল
সুলেমান বে কামড়া থেকে বের হলে,আলেকজান্ডার এর মুখোমুখি হয়।আলেকজান্ডার তাকে থামতে বলে।আল্পাগুত কোনো ভাবে তাকে নিয়ে বেরিয়ে পড়ে।আলেকজান্ডার ফ্লোরাকে তার কামড়া থেকে বের হতে না বলে।আল্পাগুত সামনে এগুনের পর বাকি দুই সৈন্যকে হত্যা করে এবং তাদের লাশ সরিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু তখন আলেকজান্ডার সামনে আসে এবং বুঝতে পারে আল্পাগুত বিশ্বাসঘাতক। তখন তারা আলেক্সান্ডার কে হাত পা বেঁধে একটি কক্ষে বন্ধী করে রাখে এবং সুলেমানকে নিয়ে টেকফুর এর কক্ষে যায়। আল্পাগুত সুলেমানকে অন্য কেনো জায়গায় বন্ধী করার কথা বলে।কিন্তু টেকফুর প্রথমে রাজি হয়নি।টেকফুর গ্রেগর তখন জিজ্ঞেস করে আলেকজান্ডার কোথায়?আল্পাগুত জানায় সে বাহুরে খুঁজতে গেছে।
আল্পআর্সলান ভলিউম ৩৬ ট্রেইলার বাংলা সাবটাইটেল
ইনাল বে আল্পাগুত এর কথায় সমর্থন জানায় এবং তাকে অন্য জায়গায় বন্ধী করতে পরামর্শ দেয়, সময় অতিক্রম না করে।তখন আল্পাগুত সুলেমানকে বন্ধী করে দূর্গের বাহিরে বেরিয়ে যায়।আলেকজান্ডার তার হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে সে মুক্ত হয়।তখন সে টেকফুরের কাছে আসে এবং সবকিছু জানায়। তখন টেকফুর ও তার সৈন্যরা মিলে বেরিয়ে পড়ে তাদের খুজে বের করার জন্য। ইনাল বে তাদের সাথে আসতে চায় কিন্তু তাকে নেয়নি টেকফুর।আল্পাগুত, সুলেমান বে কে সহযোগীতা করে এবং রোম সৈন্যদের হত্যা করে।তারপর তারা সড়ে পরে।টেকফুর ও তার সৈন্যরা তাদের খুঁজে পায়।কিন্তু তারা তখন পালিয়ে যায়।একটি তীর আঘাত হানে সুলেমান বে কে।
আকিনায় হাতুন জানায়,চিকিৎসক'রা প্রতিষেধক খুঁজে পায়নি।বাতুর বে তখন শোকাভিভূত হয়।আকিনায় হাতুনের সাথে আল্পাগুত এর সাক্ষাৎ হয়। সুলেমান জানতে চায় কি হয়েছে।তখন তারা আল্পআর্সলান এর পরিস্থিতি সম্পর্কে জানায়।তারা আল্পআর্সলানকে দেখতে যায়।সুলতান চিঠি পাঠায় এবং তাকে বাগদাদে যেতে বলে তার চিকিৎসার জন্য। আল্পআর্সলান বাগদাদে যায়। বাগদাদে তখন আমির বাসাসিরির রাজত্ব চলে।আমির বাসাসিরি সবকিছু নিয়ন্ত্রণ করে।টেকফুর আমির বাসারিরিকে খব পাঠায় আল্পআর্লান এর বিষয়ে। আমির বাসিসিরির লোকেরা আল্পআর্সলানকে খুজতে থাকে। একটি কক্ষে খলিফার প্রতিনিধি আল্পআর্সলান এর চিকিৎসা করায় এবং আল্পআর্সলান কিছুটা সুস্থ হয়ে যায়।
বাগদাদে আল্পআর্সলানের চিকিৎসা ও বাসাসিরির কর্মকাণ্ড
বাসাসিরির লোকেরা তাদের খুজে পায়। আল্পআর্সলান এর জন্য নতুন এক কক্ষ বরাদ্দ করা হয়।আমির বাসাসিরির লোকেরা আক্রমণ করে।আল্পআর্সলান ও তার আল্পআর্সলান তাদের হত্যা করে গোপন করে রাখে।আল্পাগুত, সুলেমান খলিফার প্রতিনিধির সাথে যায় কিন্তু তারা আমিরের লোকের হাতে ধরা পরে।সুলতানের প্রতিনিধিকে আমির বাসাসিরির কাছে নিয়ে যাওয়া হয় এবং সুলেমান ও আল্পাগুতকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আল্পাগুত ও সুলেমান বাসাসিরির লোকদের হত্যা কর এবং তারা চলে যায়।আল্পআর্সলান তাদের নতুন বাসস্থানে যায় কিন্তু কাউকে না দেখে সন্দেহ করে এবং তারা অপেক্ষা করে।আল্পাগুত ও সুলেমান কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় এবং ঘটনা খুলে বলে।
আর্সলান ইউসুফ ভাসপুরাকান দখলের পরিকল্পনা করে এবং তার মেয়ে সেফেরিয়ে এর সাথে কথা বলে।সেফেরিয়ে প্রথমে নিষেধ করলেও পরে তার বাবার কথায় চুপ থাকে।আর্সলান ইউসুফ বোকে'কে পাঠায় কারাহান সৈন্যদের একত্রিত করতে।বোকে তার কাজ সম্পন্ন করে।আর্সলান ইউসুফ কারাহানে যায় এবং তাদের সাথে দেখা করে এরপর তার পরিকল্পনা জানায়। আল্পআর্সলান খলিফার সাথে দেখার করার পথ খুঁজতে থাকে এবং সেখানে পৌছায়। খলিফা সবকিছু খুলে বলে এবং তাদেরকে প্রতিনিধি হিসেবে বাসাসিরির নিকটে পাঠায়। এদিকে আর্সলান ইউসুফ তার কয়েকজন লোকদের নিয়ে ভাসপুরাকান আসে এবং সবাইকে হত্যা করার প্রস্তুতি নেয়।
আল্পআর্সলান ভলিউম ৩৬ বাংলা সাবটাইটেল
Labels: আল্পআর্সলান বুয়ুক সেলজুকলু, আল্পআর্সলান ভলিউম ৩৬, আল্পআর্সলান সিজন ২
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home