Wednesday, November 2, 2022

আল্পআর্সলান ভলিউম ৩৫ বাংলা সাবটাইটেল

alparslan-epiode35

 আল্পআর্সলান সুরমারী দূ্গে আটকা পড়ে।আল্পআর্সলান বুঝতে পারে কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।আল্পআর্সলানকে আত্নসমর্পণের আদেশ করে টেকফুর কিন্তু আল্পআর্সলান আত্নসমর্পণ করবে না বলে জানায়। তারপর দূ্গের ফটক আটকে দেয়। দূর্গের ভিতর রোমান সৈন্য থাকে।তারা আল্পআর্সলান ও তার আল্পদের উপর তীর ছুড়তে শুরু করে।আল্পআর্সলান ও তার আল্পরা তাদের প্রতিহত করে এবং এবং টেকফুরকে জানায়, তাদের আটক করতে হলে,তাকে দূ্গের ভিতরে আসতে হবে।আল্পআর্সলান তার আল্পদের দিয়ে দূ্গের ভিতরে আর কেউ বাকি আছে কিনা খোজ চালায়।


ওকে হাতুন,ইনাল বে'র সাথে কথা বলে এবং জানায় সে আল্পআর্সলান এর ব্যাপারে টেকফুরকে সব বলে দিয়েছে।ইনাল বে তার উপর রেগে যায় এবং জানায় এটা আল্পআর্সলান এর পরিকল্পনা ছিলো।ওখে তাদের পরিকল্পনা ভেঙ্গে দিয়েছে, এজন্য সে ওখে হাতুনের উপর ক্ষিপ্ত হয়। ইনাল বে জানায় এ খবর যদি ফাস হয় তবে সে তাকে বাচাতে পারবে না। ইনাল বে তখন ওখে হাতুনকে তার শরীরে আঘাত করতে বলে কিন্তু ওখে আঘাত করতে চায় না।তখন ইনাল বে রেগে যায় এবং তাকে আঘাত করতে বলে।বলে ওখে হাতুন তার উপর আঘাত করে।তারপর তীর ছুড়ে। 

অনুবাদ মিডিয়া আল্পআর্সলান ভলিউম ৩৫ বাংলা সাবটাইটেল 

ইনাল বে তার এই অবস্থা নিয়ে সুরমারীতে যায় এবং জানায় সেলজুকরা জানতো তারা সদর দপ্তরে হামলা করতে গিয়েছে।টেকফুর প্রথমে তার কথা বিশ্বাস করতে চায়নি।পরে তার চিকিৎসা করা হয়।ইনাল বে আল্পআর্সলান এর সাথে কথা বলতে চায় এবং তাকে আত্মসমর্পণ করাতে চায়।আল্পআর্সলান এর সাথে ইনাল বে কথা বলে এবং গোপন পথে তাকে পালানোর কথা বলে।টেকফুর জানতে চায়, সে আল্পআর্সলান এর সাথে কি কথা বলেছে।সে জানায় আল্পআর্সলান কে আত্নসমর্পণের জন্য যা বলা দরকার তা বলেছে।এবং আল্পআর্সলান সময় চেয়েছে। আল্পআর্সলান ইনাল বেকে ব্যাস্ত রাখতে বলেছে টেকফুরকে।টেকফুর তখন অপেক্ষা করে।


আল্পআর্সলান প্রথমে পালাতে চায় না,সুলেমান বে ও তার আল্পরা তাকে পালাতে বলে এবং তারা দূ্গে অবস্থান করে।আল্পআর্সলানকে কয়েকজন সৈন্য পালাতে দেখে,তখন সেলজুক সৈন্যরা তাদের আক্রমণ করে এবং আল্পআর্সলান বে, আতা বে ও বাতুর বে পালিয়ে যায়।একজন সৈন্য এসে জানায় পিছন দিয়ে সেলজুকরা আক্রমণ করছে।টেকফুর তখন কয়েকজনকে সেখানে পাঠায়।তারপর দরজা না খোলায়, দরজা ভাঙার জন্য যায়।তারা দরজা ভাঙাতে শুরু করে।ভিতর থেকে আভার,সুলেমান বে ও তাদের আল্পরা প্রতিরোধ করার চেষ্টা করে।কিন্তু তারা একপর্যায়ে আটক হয়।পরে তারা সুলেমান বেকে বন্ধী করে আনিতে নিয়ে যায় এবং বাকি আল্পদের মৃত্যুদন্ডের জন্য ময়দানে নিয়ে যায়।


আল্পআর্সলান দেখতে পায় সুলেমান বে'কে আটক করে আনিতে  নিয়ে যাচ্ছে। আল্পআর্সলান অসুস্থতা বোধ করে।আল্পআর্সলান আক্রমণ করতে চায় কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে।তখন আতা বেইম জানায়, তারা সুলেমান বে'কে মারবে না।তার বিনিময়ে আল্পআর্সলান এর কাছে চুক্তি করতে যাবে।আল্পআর্সলান ভাসপুরাকানে যায়, তাকে দেখে সবাই বিস্মিত হয়।আল্পআর্সান অসুস্থতা বোধ করে। তখন সে কক্ষে যায় এবং এ বিষয়ে কথা বলে। সে তার চেয়ারে অসুস্থ হয়ে পড়ে যায় এবং আবার সে চলে যায় তার শয়ন কক্ষে। 


সেফেরিয়ে হাতুন তার বাবার কাছে যায় এবং জানার চেষ্টা করে সে কি করতে চাচ্ছে। আর্সলান ইউসুফ তার উপর রেগে যায়।তাকে আল্পআর্সলান এর খবর জানতে চায়।চাগরী বে তাদের মিত্র দেশের রাষ্ট্রদূতকে ডাকে এবং আর্সলান ইউসুফ এর বিষয়ে আলাচনা করে এবং তাকে ফিরিয়ে নিতে বলে কিন্তু সে  নিতে রাজি হয়না এবং দূর্ঘটনাক্রমে আর্সলান ইউসুফকে হত্যা করতে বলে।তাদের সাথে আর্সলান ইউসুফ এর লোক থাকে, সে সবকিছু আর্সলান ইউসুফ কে জানায়। আর্সলান ইউসুফ রোমানদের আক্রমণ না দেখতে পেয়ে অবাক হয় এবং জানার চেষ্টা করে কি হচ্ছে। তখন সে জানতে পারে আল্পআর্সলান সুরমারী জয় করতে গেছে এবং ইনাল বে নতুন পরিকল্পনা করেছে।


আর্সলান ইউসুফ ভাসপুরাকানে যায় এবং তার মেয়ে সেফেরিয়ে হাতুনের সাথে কথা বলে। সুযোগ কাজে লাগাতে চায় আর্সলান ইউসুফ, এজন্য সে  সেফেরিয়ে হাতুনকে ভাসপুরাকান দখল করতে বলে। সুলতান তুগরুল, তার ভাই চাগরী বে'কে আমন্ত্রণ জানায়।চাগরী বে তার সাথে দেখা করতে চায়।চাগরী বে কথা বলে।সুলতান তুগরুল তার প্রস্তাব জানায় এবং সে বগদাদ দখল করতে চায় কিন্তু চাগরী বে তার কথার দ্বিমত করে।তখন তাদের মধ্যে কথার মনমালিন্য হয়,তখন চাগরী বে তার উপস্থিত থেকে সরে যায়। 



সবাই জানতে চেষ্টা করে,আল্পআর্সলান এর অসুস্থতার কারন কি?আতা বে জানায়,তার হাতে ফোসকা পড়া,কোনো কিছু স্পর্শের কারনে হয়তো।তখন সেফেরিয়ে কিতাবের কথা মনে পড়ে সেটা টেকফুর গ্রেগর আল্পআর্সলানকে উপহার দিয়েছে।তখন তারা বুঝতে পারে এটা কিতাব থেকে হয়েছে।তারা তখন আল্পআর্সলানকে খুজতে থাকে কিন্তু তারা আল্পআর্সলানকে খুজে পায় না।আল্পআর্সলান বেরিয়ে পড়ে সুলেমান ও তার আল্পদের বাঁচানোর জন্য। টেকফুর তার আল্পদের ফাঁসির রশিতে ঝুলায়! আল্পাগুত সুলেমান বে'কে বাচাতে পরিকল্পনা করে এবং তাকে রোমানদের পোশাক পড়ার জন্য বলে এবং তাকে অনুসরণ করতে বলে। সুলেমান বে তাকে অনুসরণ করে।তখন কয়েকজন সৈন্য তাকে দেখতে পায়। সুলেমান বে তখন পালিয়ে যায়।


আল্পআর্সলান ভলিউম ৩৫ বাংলা সাবটাইটেল 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home