Sunday, November 27, 2022

আল্পআর্সলান ভলিউম ৩৭ বাংলা সাবটাইটেল

20221127-222135

 সেফেরিয়ে হাতুন,তার বাবার সাথে আসা বিদ্রোহী কমান্ডারদের কৌশলে হত্যা করে।তাদের লাশ ভাসপুরাকানের সামনে রাখে,তারপর জানায় তার বাবার সাথে তাদের সম্পর্ক নেই। ওখে হাতুন তার কথায় বিশ্বাস করে না।এরবাস্কান বে'ও তার কথায় বিশ্বাস করে।ওখে হাতুন সেফেরিয়ে হাতুন ও তার বাবা আর্সলান ইউসুফ এ বন্ধী করার আদেশ দেয়।কিন্তু তখন বাতুর বে তাদেরকে নিষেধ করে এবং জানায় আল্পআর্সলান বে সেফেরিয়ে হাতুনকে ভাসপুরাকান দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে এবং তাকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে বাতুর বে'কে। তারপরেও এরবাস্কান বে ও বন্ধী করা কথা বলে কিন্তু এরবাস্কান বে তা করে না।

অনুবাদ মিডিয়া আল্পআর্সলান ভলিউম ৩৭ 

আল্পআর্সলান জানতে পারে মিশরের খলিফা আল মুনতাসীর এর প্রতিনিধি দল আমির বাসাসিরির কাছে যাচ্ছে হাজরে আসওয়াদ পাথর নেওয়ার জন্য। আল্পআর্সলান ও তার সৈন্যরা পথে ফাঁদ পাতে এবং মিশরের প্রতিনিধি দলকে আক্রমণ করে।তারপর তাদেরকে হত্যা করে স্তুপ করে রাখে।তারপর তাদের কাছ থেকে মিশরের খলিফার সিলমোহর নিয়ে যায়।আল্পআর্সলান, সুলেমান বে,আল্পনাগুত সহ অন্যান্যরা প্রতিনিধি দলের পোশাক পরিধান করে, তারপর তারা আমির বাসাসিরির প্রাসাদে যায়।


আমির বাসাসিরির তাদের নাম জানতে চায়। তখন আল্পআর্সলান এর কাছে জানতে চায়, তার নাম কি?তখন আল্পআর্সলান জানায় তার নাম কমান্ডার আজিম।সে মিশরের খলিফার বিশ্বস্ত কমান্ডার। তখন আমির বাসাসিরি তাদেরকে রাতে থাকতে বলে।কিন্তু আল্পআর্সলান থাকতে চায় না। এক পর্যায়ে তারা থাকতে রাজি হয়। তারা রাতে সেখানে অবস্থান করে।কিন্তু তারা পাথরটিকে চুরি করার পরিকল্পনা করতে থাকে।আমির বাসাসিরির গনকের কাছে যায়।তার কাছে জানতে চায় সে কিছু বুঝতে পারছে কিনা।তখন গনক কিছু তথ্য দেয়।


আল্পআর্সলান বুয়ুক সেলজুক সিজন ২ ভলিউম ৩৭

আমির বাসাসিরির জানতে পারে, আল্পআর্সলান বাগদাদের সুলতানের কাছে গিয়েছে।তখন আল্পআর্সলান জানায় সে হয়তো অন্য কাজে সুলতানের কাছে গিয়েছে।কিন্তু সে মনে করে আল্পআর্সলান পাথর নেওয়ার জন্য বাগদাদে এসেছে। আল্পআর্সলান যাদের হত্যা করেছিলো তাদের মধ্যে একজন বেঁচে যায় এবং সে রাস্তের পাশে যায়।আমির বাসাসিরির সৈন্যরা তাকে খুজে পায় এবং চিকিৎসার জন্য নিয়ে। সে তার মুখে আমির বাসাসিরির নাম বলে এবং আল্পআর্সলান এর নাম বলে।এ খবর আমির বাসাসিরির কাছ যায়।আমির বাসাসিরির তাকে দেখার জন্য রওনা দেয়।


আল্পআর্সলান বুঝতে পারে,যাদের হত্যা করেছিলো তাদের মধ্যে কেউ হয়তো বেচে গেছে।আল্পআর্সলান তখন পরিকল্পনা করে।সে আমির বাসাসিরিরকে ভুল পথে নেয় এবং জানায় হয়তো আল্পআর্সলান তাদের জন্য ফাঁদ পেতেছে। আল্পআর্সলান তার আমির বাসাসিরিরর সাথে যায় এবং তার লোকেদের আদেশ দেয় আহত লোককে হত্যা করার জন্য। তখন সুলেমান বে,আল্পাগুত, আর্তুক,আভার ছদ্মবেশে চিকিৎসা কক্ষে যায় এবং তাকে অপহরণ করে। আমির বাসাসিরি যখন সেখানে যায়,সে জানতে পারে আহত লোককে কেউ অপহরন করেছে।তখন সে রেগে যায় এবং তার প্রাসাদের নিরাপত্তা বাড়াতে বলে।

আল্পআর্সলান সিজন ২ ভলিউম ৩৭ বাংলা সাবটাইটেল 

ইনাল বে যখন আনির মাঠে হাটতেছিলো,তখন এক ভিক্ষুক তার কাছে আছে এবং কিছু চায়।যখন ইনাল বে কিছু দিতে যাবে তখন ভিক্ষুক কথা বলে এবং তাকে তার পিছনে যেতে বলে।ইনাল বে তখন অবাক হয়ে যায়।যখন ইনাল বে তার পুরোনো স্মৃতি মনে করে এবং আল্পাগুত এর ফাঁশি দেওয়ার কথা যে বলেছিলো তার সাথে মিল পায়।তখন সে ভিক্ষুক এর পিছনে যেতে থাকে। ইনাল বে যখন ভিক্ষুক এর পিছনে যায়,তখন আনির গির্জার পাদ্রী তাকে ধরে,তখন ইনাল বে তাকে পাদ্রী বলে সম্বোধন করলে সে জানায়,সে এখানকার পাদ্রী কিন্তু অন্যজায়গায় মসজিদের ইমাম।


তখন সে জানায়,তার আর আল্পআর্সলান এর সব পরিকল্পনার কথা টেকফুর গ্রেগর জানতে পেরেছে। ইনাল বে তখন অবাক হয়ে যায় এবং তার ও ওখে হাতুন এর কথার কথা স্মরন করে।আলেকজান্ডার, ইনাল বে'কে হত্যা করতে বলে কিন্তু টেকফুর গ্রেগর অন্য পরিকল্পনা করতে চায়,তখন ইনাল বে টেকফুর গ্রেগর এর কক্ষে যায়,এবং জানায় তার পূর্বপরিকল্পনার কথা কিন্তু এখন সে টেকফুর এর সাথে কাজ করতে চায়। কারন আল্পআর্সলান তার মর্যাদা দেয়নি।তখন আলেকজান্ডার, ইনাল বে কে ছুরিকাঘাত করে।ইনাল বে তখন তার কথায় অটল থাকে এবং জানায় সে তাকে হত্যা করবে জেনেও তার সত্য কথা বলেছে,কারন হলো সে তার সাথে কাজ করতে চায়।

আল্পআর্সলান সিজন ২ বাংলা সাবটাইটেল 

আল্পআর্সলান কৌশলে, হাজরে আসওয়াদ পাথর সরিয়ে ফেলে।আল্পআর্সলান একা ফিরতে চায় কিন্তু আমির বাসাসিরির তার সাথে যেতে চায়।আমির বাসাসিরি তার সৈন্য বহর নিয়ে আল্পআর্সলান এর সাথে রওনা দেয়।পথে মিশরের খলিফার পাঠানো এক দূত আসে এবং বাসাসিরির কাছে চিঠি দেয়।বাসাসিরি চিঠিতে জানতে পারে, কমান্ডার আজিমের সাথে ২০ জন সৈন্য পাঠানো হয়েছে।কিন্তু সে কমান্ডার আজিমের সাথে মাত্র ৪ জন সৈন্য পেয়েছে।এতে সে সন্দেহ করে।এছাড়া জঙ্গলে ২০ জনের লাশ পাওয়া গেছে। এ থেকে বুঝতে পারে,কমান্ডার আজিমের সাথে যারা এসেছে তারা ভূয়া।তখন সে তাদেরকে ফাঁদে ফেলার জন্য নিয়ে যায়।আল্পআর্সলান বুঝতে পারে বাসাসিরি তাকে সন্দেহ করেছে।তখন সে পালানোর সিদ্ধান্ত নেয়।


তারা ঘোড়া ছুটিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে কিন্তু আমির বাসাসিরির সৈন্যরা তার পিছু নেয়।এক জায়গায় গিয়ে পথ শেষ হয়ে যায়।তখন আল্পআর্সলান কোথায় যাওয়ার পথ পায় না।আমির বাসাসিরি ও তার লোকেরা তাদের ঘিরে ফেলে।তখন আল্পআর্সলান তাদের হুমকি দেয় কেউ যদি সামনে এগুয় তবে পাথরটিকে ফেলে দেবে।আমির বাসাসিরি এতে কর্নপাত করে না।এবং জানায় খোরাসানের শাসক চাগরী বে'র ছেলে আল্পআর্সলান বরকতময় পাথরকে স্পর্শ করেছে,তখন পুরো মুসলিম দুনিয়ায় আগুন ছড়িয়ে পড়বে।তখন আল্পআর্সলান পাথরটিকে মাটিতে ফেলে দেয় এবং ভেঙে ফেলে।তখন বাসাসিরির সৈন্যরা তাদের অবস্থান সরিয়ে ফেলে।তখন আল্পআর্সলান পালিয়ে যায়।বাসাসিরির তখন বুঝতে পারে এটা নকল পাথর।তখন আল্পআর্সলানকে আটক করতে বলে।আল্পআর্সলান তখন বাসাসিরির বুকে তীর ছুড়ে পালিয়ে যায়।

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home