মেন্দিরমিন জালালুদ্দিন সকল ভলিউম বাংলা ডাবিং

মেন্দিরমিন /বোজকীর আর্সলানী জালালুদ্দিন সিরিজ প্রিভিউঃ-
মেন্দিরমিন /বোজকীর আর্সলানী জালালুদ্দিন একটি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ।সিরিজটি প্রথমে উজবেকিস্তানের মিলি টেলিভিশন এ প্রচার হয়, পরে সিরিজটি তুর্কী ভাষায় প্রচার করে তুরস্কের বেসরকারি টেলিভিশন এটিভি।সিরিজ পরিচালনা করছে বোজদাগ ফ্লিম। সিরিজটিতে ইতিমধ্যে একটি সিজন প্রচারিত হয়েছে,যার মধ্যে সর্বমোট ১৩ টি ভলিউম ছিলো এবং প্রতি ভলিউম এর রার্নিং সময়কাল ছিলো ১ ঘন্টা ৫০ মিনিট। পরে তুর্কী ভাষায় এটা ২ ঘন্টা করে মোট ৮ ভলিউম এ চলে।
মেন্দিরমিন জালালুদ্দিন সিরিজের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম ছিলো খাওয়ারিজম সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিন, তার বড় ছেলে শাহজাদা জালালুদ্দিন, বাকি দুই ছেলে ওকশাহ ও উজলোক শাহ,সুলতান আলাউদ্দিন এর মা ও রানী। সুলতান আলাউদ্দিন এর দুই স্ত্রী। এছাড়া চেঙ্গিস খান ও তার ছেলেসহ অন্যন্যরা।
সুলতান আলাউদ্দীন চেঙ্গিস খান এর রাজ্য দুই দূত পাঠায়। জালালুদ্দিন তাদের সাথে যেতে চাইলে সুলতান তাকে নিষেধ করে।পরে সুলতানের কথা অমান্য করে তাদের সাথে যোগ দেয় জালালুদ্দিন। যাবার পথে এক খাবারের আস্তানায় দেখা হয় চেঙ্গিস খানের সাথে।চেঙ্গিস খান শাহজাদাকে চিনতে পারে কিন্তু জালালুদ্দিন তাকে চিনে না।
তারপর জালালুদ্দিন চেঙ্গিস খান এর বসতিতে যায়। সেখানে তার সাথে দেখা হওয়া লোককে দেখে চমকে যায় এবং মনে করে চেঙ্গিস খান তার সাথে ছদ্মবেশে দেখা করে।চেঙ্গিস খান খাওয়ারিজম সাম্রাজ্যে গুপ্তচর পাঠাতে চায়।সে এক মেয়েকে অত্যাচার করে থাকে।জালালুদ্দিন তাকে মারতে নিষেধ করে।তারপর তাকে একটি তাবুতে বন্ধী করা হয়।রাতে ভেজের আয়োজন করা হয়।জালালুদ্দিন তার তার সেনাদের সাথে নিয়ে কুতলুবিকে খানমকে চুরি করে এবং তাকে নিয়ে দূরে এক জায়গায় রাখে।
পরদিন তারা খাওয়ারিজম এর দিকে রওনা দেয়।যাত্রাপথে তারা কুতলুবিকে হানমকে সাথে নেয়।পথে মোঙ্গলরা আক্রমন করে।সেখানে তাঁদের মধ্যে লড়াই।চেঙ্গিস হানের সেনাদের হত্যা করে বালু চাপা দিয়ে দেওয়া হয়।তারপর তারা খাওয়ারিজম সাম্রাজ্যে ফিরে।তারা প্রাসাদে ফিরলে সুলতান আলাউদ্দিন সকলকে জিজ্ঞাসাবাদ করে এবং চেঙ্গিস খান এর কার্যক্রম সম্পর্কে জানতে চায়। তখন তারা পর্যবেক্ষণ এর ফলাফল জানায়।সুলতান আলাউদ্দিন, জালালুদ্দিন এর কথায় কর্নপাত করে না,বরং সে সুলতানের কথা অমান্য করে মোঙ্গল রাজ্য যাওয়ায় তাকে আটক করে।
এদিকে কুতলিকে গুরগন্জ প্রাসাদে চেঙ্গিস খানের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করে।কুতলুবিকে হানমের ভাইকে আটকে রেখে এ কাজ করতে বাধ্য করা হয়।প্রাসাদ সুলতান আলাউদ্দিন ও তার মা এর মধ্যে বিবাদের সৃষ্টি করে। সুলতান ও তার মা যুদ্ধের পর্যায়ে চলে যা। চেঙ্গিস হানের আরেক গুপ্তচর গুরগন্জে ব্যবসায়ী হয়ে কাজ করে।কুতলুবিকে তার সাথে যোগাযোগ করে কাজ করে।
সুলতান আলাউদ্দীন এর আরেক ছেলে উজলোক শাহ, জালালুদ্দিন এর প্রতিপক্ষ হয়ে কাজ করে।সে পরবর্তী সুলতান হতে চায়।এদিকে জালালুদ্দিন এর বিয়ের জন্য পাত্রি দেখে তার দাদী।এক পর্যায়ে জালালুদ্দিন কুতলুবিকে হানমের কার্যক্রম সম্পর্কে জানতে।জালালুদ্দিন বহু কষ্টে বিদ্রোহ বন্ধ করে।এদিকে চেঙ্গিস হান যুদ্ধের বার্তা দেয়।
জালালুদ্দিন মোঙ্গলদের হাত থেকে তার ভাইকে বাঁচায়। কুতলুবিকে ও জালালুদ্দিন এর বিয়ে সম্পন্ন হয়।এদিকে জালালুদ্দিন এর দাদী, কুতলুবিকে কে মেরে ফেলতে চায়।এজন্য সে তার কক্ষে বিষাক্ত সাপ রাখে।এভাবে চলতে থাকে ঘটনাচক্র। এক পর্যায়ে তারা চেঙ্গিস খান এর বাহিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়।
জালালুদ্দিন মালভূমিতে যুদ্ধ করতে চায় কিন্তু সুলতান আলাউদ্দিন মরুভূমিতে যুদ্ধ করতে চায়।যুদ্ধের দামদামা শুরু হয়।জুজি হান, চেঙ্গিসের বড় ছেলে এর নেতৃত্ব মোঙ্গল বাহিনী ও সুলতান আলাউদ্দিন এর নেতৃত্বে খাওয়ারিজন বাহিনী যুদ্ধের সম্মুখীন হয়। এভাবেই শেষ হয় মেন্দিরমিন জালালুদ্দিন সিজন ১ এর গল্প।
মেন্দিরমিন জালালুদ্দিন সিজন ২ কবে আসবে?
মেন্দিরমিন জালালুদ্দিন সিরিজ টি যথেষ্ট দর্শকজনপ্রিয় হয়েছে।সকলের মনে একটাই প্রশ্ন সিজন ২ কবে আসবে?কিন্তু সত্যি বলতে,পরিচালক মেহমেদ বোজদাগ এ ব্যপারে এখনো কোনো তথ্য দেয়নি।তবে সূত্রে বলছে,মেন্দিরমিন জালালুদ্দিন সিজন ২ এর কাজ সম্পন্ন হয়েছে এবং সর্বমোট ১২ ভলিউম এ সম্পন্ন হয়েছে।উল্লেখ্য এ সিরিজের ৩য় কাজ চলমান রয়েছে।তবে কনে নাগাদ প্রকাশিত হবে তা সকলেরই অজানা।
নিচে মেন্দিমিন/বোজকীর আর্সলানী জালালুদ্দিন সিজন ১ এর বাংলা ডাবিং এর লিংকগুলো দেওয়া হলো। সিরিজটির বাংলা ডাবিং করেছে এসআরকে স্টুডিও ও বায়স্কোপ। সিরিজটি বাংলা ডাবিং /সাবটাইটেল সহ উপভোগ করুন শুধুমাত্র এখানে....!
Labels: মেন্দিরমিন জালালুদ্দিন, মেন্দিরমিন জালালুদ্দিন সিজন ১
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home