কুরুলুস উসমান ভলিউম ১০৩ বাংলা সাবটাইটেল

ওসমান বে ও ওলোফ যখন মল্লো যুদ্ধের ময়দানে, তখন রোমের নতুন সেনাপতি তখন সেখানে আসে এবং তাদেরকে থামতে বলে।তারপর ওসমান বে ও ওলোফকে সম্রাটের সামনে উপস্থিত হতে বলে।উসমান বে ও ওলোফ সম্রাটের সাথে দেখা করে এবং কথা বলে।উসমান বে'র কাছ থেকে জানতে চায় সে কিভাবে জানতো সম্রাটকে বিষাক্ত করা হবে?উসমান বে উল্টো প্রশ্ন করে এবং বলে যদি সে না জানতো তবে তার এখন কি হতো।ওলোফের কাছ থেকে জানতে চায় সে এ ব্যাপারে জানতো কিনা,ওলোফ জানায় জানতো না।
অনুবাদ মিডিয়া কুরুলুস উসমান ভলিউম ১০৩
সম্রাট উসমান বে'র কাছ থেকে ওফেলিয়াকে চায় এবং ওক্তেম বে'কে চায়। এজন্য সে ওলোফকে তার ভূমিতে প্রবেশ এর অনুমতি চায়। উসমান বে প্রথমে রাজি হয় না।পরে চুক্তির বিনিময়ে ওলেফকে তার ভূমিতে প্রবেশের অনুমতি দেয়।ওলোফ ওসমান বের কাছ থেকে ক্ষমা চায় এবং হাত বাড়ায় কিন্তু ওসমান বে তার সাথে হাত মেলায় না।সম্রাট ওসমান বে'কে রাতের থাকার আহবান করে।ওসমান বে রোম প্রাসাদে রাতে অবস্থান করে এবং তার গুপ্তচরদের সাথে সাক্ষাৎ করে।ওসমান বে কনুর ওরপে সার্কিস এর সাথে কথা বলে এবং ওফেলিয়াকে ইয়েনিশেহিরে পাঠাতে বলে।
ওলোফ ওসামন বে'কে প্রাসাদ থেকে বেরুলে হত্যা করার সিদ্ধান্ত নেয়।ওসমান বে গোপন পথে প্রাসাদ ত্যাগ করার সময় ওলোফের লোকজন তাকে অনুসরণ করে।ওসমান বে আগে থেকেই বুঝতে পারে ওলোপ তার পিছু নিবে।এজন্য সে পরিকল্পনা অনুসারে কাজ করে।ওলোপ ও তার লোকজনসহ ওসমানের পিছু নেয়। এমন সময় সম্রাটের সেনাপতি আসে এবং ওলোফকে সম্রাটের সাথে দেখা করতে বলে।ওলোপ পরে যেতে চায় কিন্তু সে তাকে তাৎক্ষণিক দেখা করতে বলে।তখন সে তার কয়েকজন লোককে তার পিছু পাঠায় এবং সে সম্রাটের সাথে দেখা করতে যায়।
পথে রোমান সৈন্যরা তাকে পথে আক্রমণ করে।উসমান বে'র সাথে যুদ্ধ শুরু হয় এবং এক কমান্ডারকে ধরে ফেলে।তার কাছে থেকে তথ্য জানতে চায়। তখন ওলোপের লোক তাকে তীর মেরে হত্যা করে।উসমান তার পিছু নেয় কিন্তু তাকে পায়নি। ওক্তেম বে'র বসতি থেকে আন্দ্রানিকোসকে তীর ছোড়া হয়। তখন তুর্গুত বে তার গলায় ছুড়ি ধরে এবং তাকে আত্মসমর্পণ করে বন্দী হতে নির্দেশনা দেয়।প্রথমে সে বিরোধীতা করতে চায় কিন্তু পরে বাইয়েন্দার বে'র কথায় সে আত্নসমর্পন করে।তখন ওক্তেম বে'কে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মূলত বাইয়েন্দার বে'র নির্দেশে এক লোক আন্দ্রানিকাসকে তীর ছুড়ে এবং উসমানের সাথে ওক্তেম বে'র লড়াই করাতে চায়।তুর্গুত বে তার লোকেদের নিয়ে ইয়েনিশেহিরে যায় এবং ওক্তেম বে'কে কারাগারে আটকেে রাখে।ফ্রীগ ওরপে মার্তা আন্দ্রানিকেস এর দিকে তাকিয়ে থাকে। বালা হাতুন এটা লক্ষ্য করে। কান্তাকুজানোসকে কক্ষে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করানো হয়।উসমান বে না আসায় সে চলে যেতে চায় কিন্তু তুর্গুত বে তাকে নিষেধ করে।তখন সে নতুন কাপড় চায় এবং ইয়েনিশেহিরে সবচেয়ে ভালো দর্জিকে আদেশ দেওয়া হয়।
মার্তা কাপড়ের নাম করে কান্তাকুজানোস এর সাথে দেখা করে এবং তাদের নিজস্ব ভাষায় কথা বলে। ইয়েনিশেহিরে জানানো হয় উসমান বে আসছে।ফ্রীগ ওরপে মার্তা তখন বুঝতে পারে উসমান বেঁচে আছে। এজন্য সে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।সে পথে উসমান বে'র জন্য অপেক্ষা করে এবং তাকে তীর ছুড়ে আক্রমণ করে।বালা হাতুন আল্পদের সাথে ওসমান বে'কে স্বাগত জানাতে যায়।পথে গিয়ে দেখতে পায় ওসমান বে আক্রমণের স্বীকার হয়েছে। তখন সেখানে যুদ্ধ বাঁধে। বালা হাতুন শত্রুর মুখোশ খুলতে চায় কিন্তু পারে না।সে পালিয়ে যায়। বালা হাতুন তার কব্জিতে আঘাত করে।
উসমান বে ইয়েনিশেহিরে যায়। বালা হাতুন মার্তাকে সন্দেহ করে এবং তাকে খুঁজে। তখন সে মার্তাকে খুজে পায়, তার সাথে কথা বলে।মার্তার কব্জিতে চাপ দিয়ে পরিক্ষা করে চায়। বালা হাতুন পুরোপুরি ভাবে তার পরিকল্পনা বুঝতে তার পিছু নিতে চায়। ওসমান বে তার সভা শুরু করে এবং ওক্তেম বে'কে বিচারকক্ষে নিয়ে যাওয়া হয়। কান্তাকুজানোস তার মৃত্যু চায়। মার্তা কারাভ্যান নিয়ে ইয়েনিশেহিরের বাহিরে যায়। বালা হাতুননও আকতেমুর তার পিছু নেয়।পথে আকতেমুর বুঝতে পারে কেউ তাদের পিছু নিয়েছে,তখন সে ঘোড়া থেকে নেমে অনুসন্ধান করে।আলচিচেক তাদের পিছু নেয় এবং তারা কি করতে চাচ্ছে তা দেখতে চায়।মার্তা তাদের জন্য ফাঁদ তৈরী করে।
কুরুলুস উসমান ভলিউম ১০৩ বাংলা সাবটাইটেল
Labels: কুরুলুস উসমান, কুরুলুস উসমান ভলিউম ১০৩ বাংলা সাবটাইটেল, কুরুলুস উসমান সিজন ৪
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home